ছবি: সংগৃহীত
কারিগরি ত্রুটির কারণে আজ শুক্রবার (৫ ডিসেম্বর) কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসেনি। ফলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার বিষয়টি সাময়িকভাবে বিলম্বিত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার (৭ ডিসেম্বর) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, “কারিগরি সমস্যার কারণে আজ এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে পারেনি। তবে সবকিছু স্বাভাবিক থাকলে আগামীকাল শনিবার ঢাকায় এসে পৌঁছাতে পারে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স। এরপর খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে।”তিনি আরও বলেন, “যদি মেডিকেল বোর্ড মনে করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযুক্ত, তাহলে আগামী রোববার তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে।”জুবাইদা রহমান ঢাকায় আসছেনখালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক জুবাইদা রহমান ঢাকায় আসছেন। বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হন। নির্ধারিত সূচি অনুযায়ী আজ শুক্রবার সকাল ১১টার দিকে তার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
দেশে পৌঁছানোর পর তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা কার্যক্রমের তদারকিতে থাকবেন জুবাইদা রহমান।১৭ জনের মেডিকেল টিম প্রস্তুত
খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাত্রায় থাকার কথা রয়েছে ডাক্তার, নার্সসহ মোট ১৭ জনের একটি মেডিকেল টিম। দীর্ঘ যাত্রাপথে যেকোনো ধরনের ঝুঁকি মোকাবিলায় বিশেষ ধরনের চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।এর আগে বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
দেশজুড়ে উদ্বেগ ও দোয়াগুরুতর অসুস্থ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সারাদেশে চলছে উদ্বেগ ও উৎকণ্ঠা। রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষ তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করছেন
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com