ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সবাইকে নিয়ে ‘শতাব্দীর সেরা নির্বাচন’ আয়োজন করতে চায় বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “আমরা এখন নির্বাচনের জোয়ারে আছি।”
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) সাংবাদিকদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।ইসি সচিব বলেন, “সামনে যে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা অত্যন্ত বৃহৎ কর্মযজ্ঞ। একে অপরের পরিপূরক। গণভোটে চারটি প্রশ্ন থাকলেও ভোটারদের কেবল একটি উত্তর দেওয়ার নিয়ম নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে।”
তিনি ব্যাখ্যা করে বলেন, “যেমন রাজনৈতিক দলগুলো তাদের প্রচারণায় নানা প্রতিশ্রুতির ম্যানিফেস্টো দেয়; সবকিছুতে সবার একমত না হলেও সামগ্রিকভাবে তা বিবেচনা করে ভোটাররা সিদ্ধান্ত নেন। গণভোটেও একইভাবে পুরো প্যাকেজ বিবেচনা করেই ভোট দিতে হবে।”এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যম অপরিহার্য। দেশের স্বার্থে একটি ভালো নির্বাচনের বিকল্প নেই। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন নতুন মাত্রা যোগ করবে।”
তিনি আরও বলেন, “গত দেড় দশকে দেশের নির্বাচনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।”
ভোটদান প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, “দুটি ভোট একইসঙ্গে দিতে প্রতি ভোটারের গড়ে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগে।”এ ছাড়া তিনি নির্বাচনের দিনে গণমাধ্যমের অবাধ চলাচলেরও নিশ্চয়তা দেন।
ইটিআইয়ের মহাপরিচালক মেহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে কর্মসূচিতে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com