ছবি : সংগৃহীত।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে বাংলাদেশের ভোটার নন। ফলে প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি ভোট দিতে বা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তবে সচিব ইঙ্গিত দিয়েছেন—তারেক রহমান আবেদন করলে এবং কমিশন প্রয়োজন মনে করলে তার ভোটার হওয়া ও নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ খুলে দিতে পারে।
সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে সচিব এসব তথ্য তুলে ধরেন।
তারেক রহমান ভোটার হয়েছেন কি না—এমন প্রশ্নের উত্তরে আখতার আহমেদ বলেন, তার জানা মতে তিনি এখনো ভোটার নন। সাংবাদিকরা জানতে চান, ভোটার না হয়েও নির্বাচন করা সম্ভব কি না। উত্তরে তিনি বলেন, “কমিশন যদি সিদ্ধান্ত দেয়, তাহলে সম্ভব।”
কমিশন কোন আইন অনুযায়ী এমন সিদ্ধান্ত নিতে পারে—জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ভোটার তালিকা নিবন্ধন আইনে নির্দেশনা আছে, তবে তিনি তা মুখস্ত করে বলতে পারছেন না।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com