ছবি: সংগৃহীত
গুমের দুই মামলায় সাবেক রাষ্ট্রপতি শেখ হাসিনার পক্ষে লড়বেন না জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইনজীবী জেড আই খান পান্না। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি এই ক্ষমা চান। ট্রাইব্যুনালের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে আগ্রহ প্রকাশ করে শেখ হাসিনার মামলায় যুক্ত হওয়ার পর ফেসবুকে ঘোষণা দিয়ে আদালতে না আসায় ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং দ্রুত হাজির হওয়ার নির্দেশ দেন। ১০ মিনিটের মধ্যে হাজির হয়ে জেড আই খান পান্না আদালতে ঘোষণা দেন যে তিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন না এবং নিঃশর্ত ক্ষমা চান।
ট্রাইব্যুনাল পরে গুমের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে আইনজীবী আমীর হোসেনকে নিয়োগ দেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় জেড আই খান পান্না রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শেখ হাসিনার পক্ষে নিয়োগ পান।
কয়েক দিন পর, গত ২৭ নভেম্বর সন্ধ্যায় তিনি ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করে জানান, আদালতের ওপর শেখ হাসিনার আস্থা না থাকার কারণে তিনি তার পক্ষে লড়াই করবেন না। তিনি বলেন, “যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না।”
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com