ছবি: সংগৃহীত
চিকিৎসার জন্য শিগগিরই লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ সফরের প্রস্তুতির অংশ হিসেবে আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ঢাকায় পৌঁছেছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক জুবাইদা রহমান।জানা গেছে, যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন জুবাইদা রহমান। নির্ধারিত সময় অনুযায়ী আজ সকাল ১১টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে নিতে আগে থেকেই একটি গাড়ি প্রস্তুত রাখা হয়।দেশে পৌঁছানোর পর জুবাইদা রহমান সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তার পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন জুবাইদা রহমান নিজেই।
রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন সফরখালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে। এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের আমিরের ব্যবহৃত অত্যাধুনিক মেডিকেল ফ্লাইট, যেখানে মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য রয়েছে সর্বাধুনিক সব চিকিৎসা সরঞ্জাম ও সুবিধা।তবে বৃহস্পতিবার রাতে বিএনপি সূত্র জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’ দেখা দেওয়ায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা কিছুটা বিলম্বিত হতে পারে। যদিও প্রস্তুতি পুরোপুরিভাবে চলমান রয়েছে।
মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বিদেশে চিকিৎসাএর আগে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই তাকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, দীর্ঘ যাত্রাপথে যেকোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য সব ধরনের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
সফরসঙ্গী হবেন ১৭ জনবিদেশ সফরে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন ডাক্তার, নার্সসহ মোট ১৭ জন। তাদের মধ্যে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক দল, যারা পুরো জুড়েই তার চিকিৎসার দায়িত্বে থাকবেন।বর্তমানে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশবাসী তার দ্রুত আরোগ্য কামনা করছেন। রাজনৈতিক অঙ্গনেও এই সফর নিয়ে চলছে নানা আলোচনা ও উৎকণ্ঠা।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com