ফাইল ছবি
দেশে কোথাও কোনো সুশাসন ও কার্যকর নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, দেশে দুর্নীতির মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে, আগে যেখানে এক লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন সেখানে পাঁচ লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে। পুলিশ প্রশাসনেও দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি বলেও দাবি করেন তিনি।
শুক্রবার রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. হোসেন জিল্লুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মির্জা ফখরুল বলেন, "রাতারাতি সংস্কার সম্ভব নয়। এজন্য সময় লাগবে। তবে গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকাও যাবে না। কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়। তাই বিলম্ব না করে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হবে।"
তিনি আরও বলেন, "গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে জনগণের প্রতিনিধিদের সংসদে পাঠিয়ে জাতীয় সংস্কার প্রক্রিয়া চালাতে হবে। রাজনৈতিক দলগুলোর উচিত জনস্বার্থে ইতিবাচক ভূমিকা পালন করা।"
আন্তর্জাতিক অর্থনীতির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, "মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতির ফলে ভবিষ্যতে বড় ধরনের অর্থনৈতিক বিপদের মুখে পড়তে পারে দেশ।" তিনি এসময় সরকারের প্রতি কার্যকর নীতি গ্রহণের আহ্বান জানান।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com