কাজী মাহমুদুল হাসানের পাঠানো ছবি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে ১০টি দোকানে তালা দেওয়ার ঘটনায় পুলিশ জামায়াত ও বিএনপির চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে, পরদিন মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আহম্মেদপুর গ্রামের মৃত বন্দে আলীর ছেলে মুজিবুর রহমান (৬৫), তার ছেলে জোয়াড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি রুহুল আমিন (৪৫), তার ভাই বিএনপি কর্মী হায়দার আলী (৪৮) এবং জামায়াত কর্মী আজিমউদ্দিন (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুজিবুর রহমানের সঙ্গে নওপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম, কোরবান আলী, শাহ আলম ও মোতালেব হোসেনের ৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলাও রয়েছে এবং একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। সোমবার নতুন করে সালিশ হওয়ার কথা থাকলেও তা শেষ মুহূর্তে বাতিল হয়। এতে ক্ষিপ্ত হয়ে মুজিবুর রহমানের ছেলেরা বিবাদমান জমিতে থাকা ১০টি দোকানে তালা মেরে দেয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে দেয় এবং চারজনকে আটক করে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, প্রতিপক্ষ পক্ষ থেকে দোকান দখল করতে না পেরে তাদের কাছে মাসিক ৫ হাজার টাকা করে চাঁদা দাবি করা হয়েছিল। তবে গ্রেপ্তারের আগে জামায়াত নেতা রুহুল আমিন দাবি করেন, “ওই জমি আমাদের। তারা ২২ শতক জমি কিনেছে, কিন্তু আমাদের ৬ শতকসহ পুরো জমি দখল করে রেখেছে। দোকানের ভাড়ার টাকা চেয়েছি, চাঁদা নয়।”
বড়াইগ্রাম থানার পরিদর্শক গোলাম সারোয়ার হোসেন জানান, জাহাঙ্গীর আলম বাদী হয়ে দোকানে তালা দেওয়া ও চাঁদা দাবির অভিযোগে মামলা করেছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখা সংবাদ সম্মেলন করে দাবি করেছে— এটি সম্পূর্ণ জমিজমার পারিবারিক বিরোধ, রাজনৈতিক দ্বন্দ্ব বা চাঁদাবাজির ঘটনা নয়। জামায়াতের জেলা আমির ড. মীর নুরুল ইসলাম বলেন, “এ ঘটনায় জামায়াতকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। তবুও আমরা একটি তদন্ত কমিটি করেছি; প্রমাণিত হলে সংশ্লিষ্টদের দল থেকে বহিষ্কার করা হবে ।
সংবাদ সম্মেলনে জেলা আমির ড. মীর নুরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম ও আতিকুল ইসলাম রাসেল উপস্থিত ছিলেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com