ঢাকা, ১৫ জুলাই, ২০২৫
মো আব্দুল্লাহ আনন্দ রংপুর প্রতিনিধিঃ :
প্রকাশিত : ১০:৫৫ এএম, ১৪ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

কাউনিয়ায় চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে বিএনপি।

প্রকাশিত : ১০:৫৫ এএম, ১৪ জুলাই ২০২৫

মো আব্দুল্লাহ আনন্দের পাঠানো ছবি

মো আব্দুল্লাহ আনন্দ রংপুর প্রতিনিধিঃ :

কাউনিয়ায় চাঁদাবাজি-টেন্ডারবাজি ও মাদক ব্যবসা এবং অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে যারা জড়িত সবাইকে চূড়ান্তভাবে সতর্ক করেছেন কাউনিয়া উপজেলা বিএনপির  সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা।

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—"যারা বিএনপি ও অঙ্গসংগঠনের নাম ব্যবহার করে এসব অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে।"তিনি আরও বলেন, "দলীয় শৃঙ্খলা রক্ষা ও আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠার স্বার্থে এ বিষয়ে কোনো আপস নয়। সৎ, জনকল্যাণমূলক এবং গণমুখী রাজনীতিই বিএনপির আদর্শ।"

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি বলেন, কাউনিয়া উপজেলায় এরকম কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি জমি দখলের এমন কোন অভিযোগ নেই, যদি কারো বিরুদ্ধে এ রকম অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় তাদের বিরুদ্ধে দলীয় ও আইনি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের দল থেকে বহিষ্কারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  জামিনুর রহমান জানান ‘কারো নিজস্ব অপরাধের দায় দল নেবে না। আর যারা অপরাধ করে তারা অপরাধী। সে কোন দলের, তা মূল বিষয় নয় তাদের কে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলসহ নানা অনিয়মের অভিযোগ ওঠেছে। যেকোনো বিশৃঙ্খলারোধে কঠোর অবস্থানে বিএনপির হাইকমান্ড। 

যেখানেই যার বিরুদ্ধে বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ উঠেছে, যাচাই সাপেক্ষেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবুও থামছে না একশ্রেণির অসাধু নেতাকর্মীর এসব কাজ। তাদের অন্যায়-অপকর্মের গ্লানি টানতে হচ্ছে দলের নীতিনির্ধারকদের। স্থানীয়ভাবে এসব নেতাকর্মীর অপকর্মে বিব্রত দলটির শীর্ষ নেতারা।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ সহসভাপতি তারেক শামস্ খান হিমু গ্রেফতার শিরোনাম কাউনিয়ায় চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে বিএনপি। শিরোনাম লক্ষ্মীপুরে আরএসডি'র কর্মকর্তাদের জাগ্রত করতে প্রতীকী জানাযা শিরোনাম মুরাদনগরে বাসে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টায় মামলা প্রদান  আসামীকে ধরছে না পুলিশ, শিরোনাম গুপ্ত সংগঠনের তৎপরতার বিরুদ্ধে কুড়িগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শিরোনাম শাহজাদপুরে উপজেলা চত্বরে পুকুর সংস্কার ও সৌন্দর্য্য বর্ধন উদ্বোধন