ঢাকা, ০৯ ডিসেম্বর, ২০২৫
কাজী মাহমুদুল হাসান নাটোর প্রতিনিধি :
প্রকাশিত : ০৮:৫৬ এএম, ০৯ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক

প্রকাশিত : ০৮:৫৬ এএম, ০৯ জুলাই ২০২৫

কাজী মাহমুদুল হাসানের পাঠানো ছবি

কাজী মাহমুদুল হাসান নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে ইমু হ্যাকিং, ব্ল্যাকমেইল এবং মাদক সেবনে জড়িত একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে  অভিযান পরিচালনা করা হয়েছে।


বুধবার (৯ জুলাই) ভোর ৫টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিলমাড়িয়ায় অভিযান চালায়। অভিযানে ১২ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়, যারা দীর্ঘদিন ধরে ইমু অ্যাপ ব্যবহার করে সাইবার প্রতারণা, ব্ল্যাকমেইল এবং মাদকসেবনের মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।


সেনাবাহিনী জানায়, আটককৃতরা ইমু অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসী নাগরিকদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে ভিডিও কলে অশ্লীলতা প্রদর্শন করে গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। শুধু তাই নয়, তারা নিজেদের ‘কিশোর গ্যাং’ পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার ও যুবসমাজকে মাদকসেবনে প্রলুব্ধ করছিল।


অভিযানের সময় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী ১৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১২টি বাটন মোবাইল ফোন, ৩০টি অতিরিক্ত সিমকার্ড, ১টি দেশীয় তৈরি অস্ত্র:, ৫পিস ইয়াবা ইয়াবা ট্যাবলেট, এবং স্বল্প পরিমাণ গাঁজা। অভিযান শেষে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে লালপুর থানায় হস্তান্তর করা হয়।

( কিশোরদের বয়স বিবেচনা করে নাম প্রকাশ করতে অনিচ্ছুক)।
লালপুর থানার ওসি মমিনুজ্জামান জানান, সেনাবাহিনীর টিম মাদকের সাথে সম্পৃক্ত থাকার জন্য ৪ জনকে এবং ইমু হ্যাকিংয়ের জন্য ৮ জনকে আটক করে থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সেনাবাহিনীর এই অভিযান লালপুরবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ জোরদার হয়েছে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com