ঢাকা, ১২ জুলাই, ২০২৫
রাকিব হোসাইন। শরীয়তপুর জেলা প্রতিনিধি। :
প্রকাশিত : ১২:০৮ পিএম, ০৭ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

শরীয়তপুরে প্রবাসী ও তার পরিবারের‌ উপর সন্ত্রাসী হামলা।

প্রকাশিত : ১২:০৮ পিএম, ০৭ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিনিধি

রাকিব হোসাইন। শরীয়তপুর জেলা প্রতিনিধি। :

৭/৭/২০২৫ সোমবার।
শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়ায়  সিঙ্গাপুর প্রবাসী আমান উল্লাহ / ইতালিয়ান প্রবাসী শওকত মাদবর ও চাচা ছোরহাব মাদবর সহ একই পরিবারের ৬ জনকে বেদম মারধরের অভিযোগ উঠেছে মাদারীপুরের / শরীয়তপুর টেকেরহাট স্ট্যান্ডের অটো চালক দের বিরুদ্ধে। 

মারধরের এক পর্যায়ে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, ইতালিয়ান ইউরো / মোবাইল / স্বর্ণালঙ্কার ও নগদ টাকা। 

তথ্য সূত্র অনুযায়ী ঐ দিন ভুক্তভোগীরা সপরিবারে মাদারীপুর বিদ্যাবাগিসের একটি বিয়ের অনুষ্ঠানে অংশ গ্রহণ শেষে বিকেলে অটো গাড়ি যোগে শরীয়তপুর নিজ বাড়িতে ফেরার পথে খোয়াজপুর টেকেরহাট এর পূর্ব পাশে চিতলিয়া ইউনিয়নের কাশিপুর মুসলিম পাড়া এলাকায় এলে।

পূর্ব শত্রুতার জের ধরে আগে থেকেই ওট পেতে থাকা সন্ত্রাসীরা তাদের প্লান মোতাবেক অটো গাড়িটি রোধ করে।

এসময় কিছু বুঝে ওঠার আগেই হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদের সবার উপরে অতর্কিত হামলা চালানো হলে ঘটনাস্থলে ৩ জনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়, মাথা হাত ,পা ,সহ শরীরের বিভিন্ন স্থানে।

গুরুতর আহত অবস্থায় ৩ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে সরজমিনে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়।

মাদারীপুরের একটি অটো রিজার্ভ করে নিজ বাড়ি শরীয়তপুরে কাশীপুরে আসার পথে শরীয়তপুর মাদারীপুরের আবুল হোসেন কলেজ সংলগ্ন ব্রিজে তাদের রিজার্ভ করা অটো আটকে দেয় শ্রমিক লীগ নেতা জসিম মোল্লার ভাই নাসির মোল্লা ও তাদের সন্ত্রাসী লোকজন। 

একপর্যায়ে চিতলিয়া ইউনিয়নের খয়াজপুর টেকেরহাট এলাকায় অটো পারাপার নিয়ে ওই স্ট্যান্ডের বেশ কিছু অটোচালক দের সাথে কথা কাটাকাটি হয় তাদের।

তবে তাৎক্ষণিক মিমাংসার মাধ্যমে সেখান থেকে অটো গাড়ি যোগে পাঠিয়ে দেওয়া হয় তাদের।

কিন্তু মামলার এজাহার সূত্রে দেখানো হয়েছে কিছুদুর এগুতেই কাসেমপুর মুসলেম পাড়া এলাকায় নাসির মোল্লার বাড়ির সামনের সড়কে এলে গাড়ির গতি রোধ করেন মামলার এজাহারে উল্লেখিত স্থানীয় অটোচালক নাসির মোল্লা , ফুয়াদ মোল্লা, রাজ্জাক মোল্লা , কামাল মোল্লা, ফোরহাত মোল্লা, আজাহার মোল্লা, জাহাঙ্গীর মোল্লা, ছালাম মোল্লা , কুদ্দুস মোল্লা, রানা মোল্লা, সহ স্থানীয় আরো ও ১০ /১২ জন সন্ত্রাসীরা।

তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বেদম মারধরের অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দরা।

উক্ত ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে শরীয়তপুর সদর পালন মডেল থানাধীন একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অফিসার ইনচার্জ মো.হেলাল উদ্দিন জানান, ইতালি প্রবাসী শওকাত মাতবর ও তার পরিবারের উপর হামলার ঘটনায় তার চাচা সোহরাব মাদবর বাদী হয়ে ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

আসামীদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম হই হই রই রই, চাঁদাবাজ গেলি কই স্লোগানে উত্তাল সিরাজগঞ্জ শিরোনাম ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা শিরোনাম আলোচিত সোহাগ হ*ত্যার ঘটনায় গ্রেপ্তার ৫ শিরোনাম উত্তাল সাগরে ট্রলারডুবি: ৯ জেলে জীবিত উদ্ধার, নিখোঁজ ৩ শিরোনাম এক জুলাইয়ে আইজিপি, আরেক জুলাইয়ে রাজসাক্ষী শিরোনাম জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যতিক্রমী সাফল্য: মহেশখালী উপজেলায় তৃতীয় অবস্থান