নাগেশ্বরীতে দলিল লেখক সমিতির নির্বাচন : সভাপতি-রানু, সাধারণ সম্পাদক-হাফিজুর
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দলিল লেখক সমিতি নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল ) সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ নির্বাচনে ভোট গ্রহণ চলে।
নির্বাচনে সভাপতি পদে রবিউল ইসলাম রানু ৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনজুরুল কাদের বাবুল পেয়েছেন ৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান ৬৪ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম রাব্বানী পেয়েছেন ৫৯ ভোট।
এছাড়াও সহ-সভাপতি পদে ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী জিন্না খোকন, ক্যাশিয়ার পদে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অখিল চন্দ্র মোহন্ত, সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হাফিজুল ইসলাম ব্যাপারী, দপ্তর সম্পাদক পদে ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহানুর রহমান মিলন এবং সদস্য পদে ৭১ ভোট পেয়ে দুলাল মিয়া ফারাজি, ৬৫ ভোট পেয়ে শহিদুল ইসলাম, ৬৪ ভোট পেয়ে শামছুল আলম ও ৫২ ভোট পেয়ে এরশাদুল হক (০২) নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে মোট ১২৮ জন ভোটারের মধ্যে ১২৩জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের রিটানিং অফিসার ও নাগেশ্বরী উপজেলা সাব-রেজিস্ট্রার মো. নাজমুল হক জানান, নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com