মাদারগঞ্জ বাজারে গতকাল রাত ১২:৫০ মিনিটে ভয়াবহ আগুন লেগে যায়। এতে তিনটি দোকান পুড়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দোকানের। মালিকগণ জানান আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে, তারা দোকানে ভিতর থেকে কোন মাল সরাতে পারেনি সব পুড়ে ছাই হয়ে গেছে । স্থানীয়রা জানান কারেন্টের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । প্রথমে কার্তিক চন্দ্রশীলের সেলুনের দোকানে আগুনটি লাগে, কার্তিক চন্দ্রশীল বলেন তার দোকানে ১ থেকে ২ লাখ টাকার জিনিসপত্র ছিল । তারপর আগুনটি লাগে আব্দুল আলিম দর্জির দোকানে। আব্দুল আলিম বলেন তার দোকানে ৪ থেকে ৫ লক্ষ টাকার মালামাল ছিল। , তারপর সোলাইমান মহাজনের গালামাল দোকানে আগুনটি ছড়িয়ে পড়ে। গালামাল দোকানে তেল থাকার কারণে ৫ মিনিটের মধ্যেই দোকানটি পুড়ে যায়, সোলাইমান মহাজন বলেন তার দোকানে আনুমানিক ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার মালামাল ছিল । আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা সাথে সাথে ফায়ার স্টেশনে কল করেন। ফায়ার সার্ভিসের গাড়ি খুব দ্রুত আসে, কিন্তু নাগেশ্বরী ফায়ার স্টেশন থেকে মাদারগঞ্জের পথ কিছুটা দূরের,প্রায় ৪৭ কিলোমিটারের পথ।ফায়ার সার্ভিসের গাড়ি আসছে তাদের সময় লাগে ৪৫ মিনিট, ফায়ার সার্ভিসের গাড়ি আসতে আসতে সব পুড়ে শেষ হয়ে যায় । স্থানীয়রা জানান আমাদের এলাকায় যদি আগুন লাগে তাহলে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে আসতে আমাদের বাড়িঘর সব পুড়ে শেষ হয়ে যাবে, স্থানীয়দের দাবি কচাকাটা বা মাদারগঞ্জে একটি সাব ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করা হোক।যাতে আগুন লাগার সাথে সাথে সার্ভিসের গাড়ি নিকটস্থ ঘটনা স্থলে আসতে পারে। স্থানীয় মোঃ মিটন রানা জানান কচাকাটায় একটি ফায়ার সার্ভিস স্টেশন করা হোক,যাতে আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনা স্থলে আসতে পারবে। স্থানীয়রা আরো জানান আমাদের আরো সতর্ক হতে হবে যাতে এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড আর না ঘটে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com