ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫
বাকৃবি প্রতিনিধি: :
প্রকাশিত : ০৬:৪৯ এএম, ২৬ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

নানাবিধ আয়োজন বাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত

প্রকাশিত : ০৬:৪৯ এএম, ২৬ এপ্রিল ২০২৫

নানাবিধ আয়োজন বাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত

বাকৃবি প্রতিনিধি: :

নানান আয়োজন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'বিশ্ব ভেটেরিনারি দিবস' উদযাপিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ে 'বিশ্ব ভেটেরিনারি দিবস' উপলক্ষে একটি প্রাণবন্ত র‌্যালির আয়োজন করে বাকৃবির ভেটেরিনারি অনুষদ।

র‌্যালিটি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বর থেকে, যেটি উপাচার্যের বাসভবন, কে.আর. মার্কেট, এবং ভেটেরিনারি অনুষদ ঘুরে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গিয়ে শেষ হয়। এই র‌্যালিতে ভেটেরিনারি অনুষদের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। র‌্যালি শুরু হওয়ার আগে, ভেটেরিনারি অনুষদের দুই নম্বর ভবনের সামনে দিবসটি উপলক্ষে কেক কাটা এবং বেলুন উড়ানোর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাকৃবির বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ উদযাপন কমিটির চেয়ারম্যান ও প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান এবং সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব ও বাকৃবির মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রধান অধ্যাপক ড. কে.এইচ.এম. নাজমুল হুসাইন নাজির। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মকবুল হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ও বাকৃবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ড. মো. সহিদুজ্জামান, বাকৃবির নিরাপত্তা কাউন্সিল পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ অফিসের পরিচালক ডা. মনোরঞ্জন ধরসহ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সারাদেশে একক ভেটেরিনারি ডিগ্রি চালু করার গুরুত্বারোপ করেন।

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ দেশের প্রাণিসম্পদ উন্নয়নে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। আমাদের গবেষণা, শিক্ষা ও সম্প্রসারণমূলক কার্যক্রমের মাধ্যমে আমরা পশুস্বাস্থ্য, জনস্বাস্থ্য এবং নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য উচ্চমানের ভেটেরিনারি পেশাজীবী তৈরি করছি। কোভিড-১৯ মহামারির সময় এবং পরবর্তীকালে ওয়ান হেলথ ধারণা বাস্তবায়নে ভেটেরিনারিয়ানদের ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম জাতীয় গ্রিড বিপর্যয়ে দক্ষিণাঞ্চলের কয়েক জেলায় ‘ব্ল্যাকআউট’ শিরোনাম নাগেশ্বরীতে দলিল লেখক সমিতির নির্বাচন : সভাপতি-রানু, সাধারণ সম্পাদক-হাফিজুর শিরোনাম দোয়ারাবাজারে কিশোর গ্যাং কর্তৃক মারধর করে যুবকের মোবাইল ও অর্থ ছিনিয়ে নেয়ার অভিযোগ  শিরোনাম বন্দর হোসাইনিয়া মাদ্রাসায়র ব্যবস্থাপনা কমিটির অভিষেক ও কামিল পাঠদানে অনুমতি ।  শিরোনাম রায়পুরার চরাঞ্চলে নতুন থানা বাস্তবায়নের দাবীতে জনসমাবেশ শিরোনাম বাকৃবিতে রেলপথ অবরোধ: পিএসসি সংস্কার ও প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির দাবি