ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত, তদন্ত কমিটি গঠন
ঢাকা কলেজ শাখা ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ ওঠার প্রেক্ষিতে তাদের সাংগঠনিক পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। অভিযুক্তরা হলেন— রাব্বি হাসান, শেখ পারভেজ মোশারফ ও মাসুদুর রহমান জীবন।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন লিখিত আকারে কেন্দ্রীয় সংসদের কাছে জমা দিতে হবে।
এই সিদ্ধান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির কর্তৃক অনুমোদিত হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com