ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫
ঢাকা কলেজ প্রতিনিধি  :
প্রকাশিত : ০৯:৫৪ এএম, ২৪ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

নূরানী মার্কেটে চাঁদাবাজির ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি ছাত্র ফ্রন্টের

প্রকাশিত : ০৯:৫৪ এএম, ২৪ এপ্রিল ২০২৫

নূরানী মার্কেটে চাঁদাবাজির ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি ছাত্র ফ্রন্টের

ঢাকা কলেজ প্রতিনিধি  :

রাজধানীর নিউমার্কেট এলাকার নূরানী মার্কেটে চাঁদাবাজির অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গতকাল (২৩ এপ্রিল) বিকেলে একদল যুবক দোকানিদের কাছ থেকে চাঁদা দাবি করলে দোকানিরা বাধা দেয় এবং উত্তেজনার একপর্যায়ে চাঁদাবাজদের মারধর করে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

পরবর্তীতে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ শাখার কর্মী। এ ঘটনায় আজ (২৪ এপ্রিল) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে এক বিবৃতি দেওয়া হয়।

ছাত্র ফ্রন্টের সভাপতি নাহিয়ান রেহমান রাহাত ও সাধারণ সম্পাদক মশিউর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নিউমার্কেট এলাকায় নিয়মিত চাঁদাবাজি চলছে। অতীতে এসব ঘটনার সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংশ্লিষ্টতা দেখা গেলেও এখন ছাত্রদলের নামেও এমন কর্মকাণ্ড ঘটছে— যা অত্যন্ত নিন্দনীয়।”

নেতৃবৃন্দ বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নামে এবং রাজনৈতিক ছত্রছায়ায় সংঘটিত চাঁদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদি শিক্ষার পরিবেশকে নষ্ট করছে। এসব কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থীদের জন্য আতঙ্ক ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।”

তারা আরও বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, শিক্ষার্থীরা সন্ত্রাসমুক্ত, গণতান্ত্রিক ক্যাম্পাস চায়। সেই লক্ষ্যে ছাত্র-শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ জরুরি হয়ে পড়েছে।”
বলেন, “ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করুন।” একইসাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা দাবিও জানান, “অপরাধীদের দ্রুত গ্রেফতার ও আইনি ব্যবস্থার আওতায় আনা হোক।”

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম বরগুনায় প্রবাসীর লাশ ফেরত আনার কথা বলে সাড়ে ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র; আদালতে মামলা শিরোনাম  বাকৃবিতে 'বিশ্ব মেধাস্বত্ব দিবস' পালিত শিরোনাম নানাবিধ আয়োজন বাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত শিরোনাম প্রাণিস্বাস্থ্য রক্ষার লড়াই একা লড়ার বিষয় নয়, এটি সম্মিলিত দায়িত্ব- বাকৃবির অধ্যাপক  শিরোনাম মাদারগঞ্জ বাজারে ভয়াবহ  আগুন পুড়ে শেষ দোকানপাট।  শিরোনাম কলারোয়ায় মায়ের হাতে দেড় বছরের শিশু কন্যা খুন