সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের উপশাখা দায়িত্বশীল কর্মশালা ।
দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন; জ্ঞানের আলোয় গড়বো সমাজ,সফল হবে আন্দোলন" এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা শহরের পৌর পূর্ব থানা শাখা ছাত্রশিবিরের ২০২৫ সেশনের বার্ষিক পরিকল্পনা এবং উপশাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৮ শে ফেব্রুয়ারি (শুক্রবার ) সকাল ৮:০০ টায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হল রুমে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সভাপতি মোঃ মাসুদ রানা'র সভাপতিত্বে এবং সেক্রেটারি জুবায়ের আহমেদ এর সঞ্চালনায় সাতক্ষীরা শহর আদর্শ শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মুহাদ্দিস সিরাজুল ইসলামের দারসুল কুরআন পেশ করার মাধ্যমে এ দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর প্রকাশনা সম্পাদক আল রাজীব।
প্রধান অতিথি মুহাঃ আল মামুন বলেন, পথহারা দিশেহারা যুবকদের আলোর পথ দেখাতে,সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করার জন্য এবং দেশ ও জাতির জন্য কল্যাণমুখী রাষ্ট্র গঠন করার জন্য যোগ্য নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে। একজন দায়ী হিসেবে ,আদর্শিক চরিত্র গঠনের মধ্য দিয়ে জীবনকে সুন্দরভাবে সাজাতে হবে।
এছাড়া তিনি একটি আদর্শ উপশাখা কিভাবে গঠন করা যায়, উপশাখা দায়িত্বশীলদের মৌলিক প্রোগ্রাম বাস্তবায়ন , পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন,বিভিন্ন দায়িত্বশীলদের সংগঠনের জন্য ত্যাগ, দায়িত্বশীলদের চরিত্র ও গুণাবলি,হিন্দু সম্প্রদায়ের মাঝে কাজ বৃদ্ধি, বন্ধু সংগঠনের সঙ্গে সম্পর্ক স্থাপন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিশেষ অতিথি আল রাজীব বলেন, দাওয়াত ও প্রশিক্ষণের মাধ্যমে সংগঠন সম্প্রসারিত হবে। এজন্য প্রত্যেক দায়িত্বশীল কে সংগঠন মজবুত ও সম্প্রসারণের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে ।সভাপতি, মোঃ মাসুদ রানা উপশাখা দায়িত্বশীলদের সামনে বার্ষিক পরিকল্পনা, সংগঠনের নিয়মাবলী চর্চা,ছাত্রশিবিরের পাঁচ দফার উপর অর্জিতব্য টার্গেটসমূহ, কর্মপরিকল্পনা ও মৌলিক দৃষ্টিভঙ্গি সমূহ উপস্থাপন করেন এবং সুন্দরভাবে বুঝিয়ে দেন। তিনি আরো বলেন,২০২৫ সাল হবে ছাত্রশিবিরের প্রত্যেক জনশক্তির জন্য সকল ছাত্রের মাঝে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দেওয়া এবং পরিকল্পিত ভাবে কাজ করার এক দৃষ্টান্তমূলক বছর।
এছাড়া কর্মশালার বিভিন্ন সেশনের বিরতির ফাঁকে ইসলামী সংগীত পরিবেশন করেন নব উদ্যম শিল্পীগোষ্ঠী সাতক্ষীরার শিল্পীবৃন্দরা ।যা ছিল খুবই চমৎকার ও মনোমুগ্ধকর।
সর্বশেষ দিনব্যাপী কর্মশালার উপর কুইজ প্রতিযোগিতার মাধ্যমে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৩ জন ও সার্বিক কাজের বিবেচনায় ৩টি উপশাখা কে পুরস্কার প্রদান এবং সভাপতির দোয়া ও মোনাজাতের মাধ্যমে দায়িত্বশীল কর্মশালা সমাপ্ত হয়।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com