ঢাকাতে হবে চ্যাম্পিয়ন ট্রফির ক্যাম্প৷
দরজা কড়ানাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর ৷ এ মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এই আসর৷ যেখানে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ গতবারের সেমিফাইনালের প্রতিপক্ষ ভারত৷ তাই চূড়ান্ত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ট্যুর প্ল্যান।
বিসিবির সূত্রে জানা গেছে - আগামী ৬ ফেব্রুয়ারি থেকে প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে মিরপুরে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ ফেব্রুয়ারি আরব আমিরাতের বিমান ধরবে শান্ত বাহিনীরা৷ ১৫ ফেব্রুয়ারি সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান এ দল।
এদিকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে ক্যাম্প শুরু হলেও সবাই যে সেদিন যোগ দেবেন বিষয়টি মোটেও তেমন নয়। জানা গেছে, প্রথম দিন ছুটিতে থাকতে পারেন একাধিক ক্রিকেটার। বিপিএলের ফাইনালে ওঠা দুই ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের যোগ দেয়ার কথা আরও দুই দিন বাদে।
বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, 'ব্যাটসম্যানরা যেন ধারাবাহিকভাবে রান করে সেটাই আমাদের মূল লক্ষ্য। সেখানে আমরা যত তাড়াতাড়ি নিজেদের মানিয়ে নেব আমাদের জন্য তত ভালো। এটা নিয়েই কাজ করছি আমরা।'
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com