ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:১০ এএম, ২৬ আগস্ট ২০২৫
Digital Solutions Ltd

শেখ রুমিন, তুমি যে গর্তে থেকে প্লট প্লট বলে চিৎকার করতা সেখান থেকে তোমাদের উদ্ধার করেছে হাসনাতরা : পিনাকী

প্রকাশিত : ০৯:১০ এএম, ২৬ আগস্ট ২০২৫

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

জুলাই বিপ্লবের সিপাহসালার হাসনাত আব্দুল্লাহকে নিয়ে অশালীন মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হাসনাতকে ‘ফকিন্নি’ বলে আখ্যা দেন।

শুধু তাই নয়, আলো আসবেই গ্রুপের বাকশালি সৈনিক শাওনের কমেন্টে ভর করে আরেক বাকশালি জহিরুল ইসলাম মামুনও (সেকুলার নাম জ ই মামুন) তাকে ‘বান্দির পুত’ বলে কটাক্ষ করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, যাদের বিরুদ্ধে আন্দোলন চলছিল, সেই বাকশালিদের ভাষাতেই আজ রুমিন কথা বলছেন। আন্দোলনপন্থী কর্মীরা প্রশ্ন তুলেছেন—বাংলাদেশে এখন কারা কোন দলে কাজ করছে, তা কি আর আলাদা করে বোঝার বাকি আছে?

পিনাকী চক্রবর্তী এই প্রসঙ্গে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “শেখ রুমিন, তুমি যে গর্তে থেকে ‘প্লট প্লট’ বলে চিৎকার করতে, সেখান থেকে তোমাদের উদ্ধার করেছে হাসনাতরা। আজ তুমি বাকশালিদের সাথে সুর মিলিয়ে তাদের প্রতিই চোখ রাঙাও।

সাত জন্ম নিলেও তুমি হাসনাত, আসিফ কিংবা সাদিক কায়েম হতে পারবে না। তোমার ভারতে গিয়ে বিধানসভা নির্বাচন করাই ভালো হবে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই বেয়াদবির ফল কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়া হবে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রুমিন ফারহানার এ ধরনের মন্তব্য কেবল রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন নয়, বরং আন্দোলনকামী তরুণ প্রজন্মের কাছে বিএনপির ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলেছে। অন্যদিকে, আন্দোলনকারীরা মনে করছেন, বিপ্লবের সিপাহসালারকে গালি দেওয়া মানে আসলে পুরো আন্দোলনকেই অপমান করা।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম লক্ষ্মীপুরে বিএনপির সম্পাদক পদে বিতর্কিত প্রার্থী সোহেল শিরোনাম রায়পুরা সংসদীয় আসন রাখতে মহাসড়কে বিক্ষোভ মানববন্ধন শিরোনাম খামারিদের দুধের দাম বৃদ্ধির দাবীতে মিল্কভিটার সামনে মানববন্ধন ১০ দিনের আলটিমেটাম। শিরোনাম মেধাবী ছাত্র রিফাতের বাঁচার আকুতি  শিরোনাম রাঙ্গাবালীতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন শিরোনাম ওমানে গিয়ে মানসিক ভারসাম্যহীন, একযুগ পর বাড়ি ফিরলেন সুমন