খালিদ সাইফুল্লাহ তাহমিদের পাঠানো ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় (ইবি) পুরো দেশে মুজিববাদের তৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা৷ ২৫শে জুলাই (শুক্রবার) রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়৷ এসময় মিছিলে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান উচ্চারণ করতে দেখা যায়। "জেগেছে রে জেগেছ,
বিপ্লবীরা জেগেছে। 'কন্ঠে আবার লাগা জোর,
মুজিববাদের কবর খোড়'। 'আবু সাইদের বাংলায়,
আওয়ামীলীগের ঠায় নাই'। '২৪ এর বাংলায়
আওয়ামীলীগের ঠায় নাই'। 'জুলাইয়ের এর বাংলায়,মুজিববাদের ঠায় নাই'।'ইনকিলাব জিন্দাবাদ,
মুজিববাদ নিপাত যাক
/মুজিববাদ মু্র্দাবাদ।' এসব স্লোগান দেয় শিক্ষার্থীরা৷ মিছিল শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ইয়াসিরুল কবি সৌরভ বলেন "জুলাই বিপ্লবীদের ছাড় দেয়ায় এবং ইন্টারিম সরকারের অসহযোগীতায় মুজিববাদ আবার জেগে উঠেছে। সেই ২৪ এর জুলাইয়ের মতো আবারো আওয়ামীলীগ গুজবের মাধ্যামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে৷"
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক এস এম সুইট বলেন " এক বছর পর মুজিববাদ আবার নয়া ফরমেটে আবির্ভূত হয়েছে৷ আমরা প্রশাসন কে আল্টিমেটাম দিচ্ছি যেন আগামী ২০ ঘন্টার মধ্যে মুজিববাদের নিদর্শন বিশ্ববিদ্যালয় থেকে মুছে ফেলতে হবে৷ আমরা চাই না ইসলামী বিশ্ববিদ্যালয় দ্বিতীয় গোপালগঞ্জে পরিণত হোক৷
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com