ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫
কুড়িগ্রাম (উওর) প্রতিনিধিঃ :
প্রকাশিত : ০২:৩৪ পিএম, ১৮ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

আইনি সচেতনতায় মসজিদে মসজিদে বক্তব্য দিচ্ছেন কচাকাটা থানার ওসি

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ১৮ এপ্রিল ২০২৫

আইনি সচেতনতায় মসজিদে মসজিদে বক্তব্য দিচ্ছেন কচাকাটা থানার ওসি

কুড়িগ্রাম (উওর) প্রতিনিধিঃ :

এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও নাগরিকদের মাঝে আইনি সচেতনতা বাড়াতে কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি স্থানীয় স্কুল, কলেজ, মাদরাসা থেকে শুরু করে পাড়া-মহল্লার মসজিদে মসজিদে গিয়ে জনসচেতনতামূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন।

এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজ আদায় করতে তিনি কচাকাটা বাজার জামে মসজিদে যান।

নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, "সব ধরনের লেনদেনে ডকুমেন্ট রাখুন, যাতে ভবিষ্যতে কোনো ধরনের জটিলতায় পড়তে না হয়। দোকানপাটে প্রতারণা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো বিষয়ে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান।"

ওসি নাজমুল আলমের এ ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয়রা ব্যাপক প্রশংসা করেছেন। কেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী ওসির এ সচেতনতামূলক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে বলেন, "মাদক নির্মূলে ওসি যেন আরও কঠোর হন, সেটাই আমাদের প্রত্যাশা।"

এই উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে ওসি নাজমুল আলম বলেন, "এই অঞ্চলের মানুষ আইন মানতে চায়, কিন্তু অনেকেই আইনের বিষয়ে জানেন না। ফলে তারা অজান্তেই আইনি জটিলতায় পড়ে যান। তাদের সচেতন করতেই আমার এ প্রয়াস। যতদিন আমি দায়িত্বে আছি, এই উদ্যোগ চলমান থাকবে।"

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ির সামনে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা  শিরোনাম আওয়ামী লীগের মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম পররাষ্ট্রনীতিতে পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ : ভারতীয় বিশেষজ্ঞ শিরোনাম একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ শিরোনাম পাকিস্তান ক্ষমা চাইছে, চীন অস্ত্র দিচ্ছে কূটনৈতিক মঞ্চে খেলা দেখাচ্ছে ঢাকা শিরোনাম আইনি সচেতনতায় মসজিদে মসজিদে বক্তব্য দিচ্ছেন কচাকাটা থানার ওসি