ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫
মোঃনয়ন ইসলাম মানজার  রাঙ্গাবালী পটুয়াখালী। :
প্রকাশিত : ১০:৫৭ এএম, ১৭ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা/

প্রকাশিত : ১০:৫৭ এএম, ১৭ এপ্রিল ২০২৫

রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা/

মোঃনয়ন ইসলাম মানজার  রাঙ্গাবালী পটুয়াখালী। :

 


 পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দাখিল পরীক্ষায় অনিয়মের অভিযোগে ১৪ জন শিক্ষার্থীকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে রাঙ্গাবালী হালিমা খাতুন মহিলা কলেজ কেন্দ্রে মাদ্রাসা শিক্ষার্থীদের গণিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীরা একই সেটের প্রশ্নপত্রে উত্তর দেওয়া শুরু করে। এ সময় দায়িত্বে থাকা শিক্ষকেরা তেমন কোনো ব্যবস্থা নেননি। বিষয়টি নজরে আনেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা আইসিটি অফিসার মাসুদুর রহমান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তি দেন।

শাস্তিপ্রাপ্ত পাঁচ শিক্ষক হলেন রাঙ্গাবালী নেছারিয়া দাখিল মাদ্রাসার আব্দুল কুদ্দুস, কাছিয়া বুনিয়া আছমত আলী দাখিল মাদ্রাসার সোহেল রানা ও জাকির হোসেন, পশ্চিম গাববুনিয়া দাখিল মাদ্রাসার মো. মাহমুদুল হাসান ও মো. সেহাগ।  প্রতিজনকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান  জানান,  অনিয়মের অভিযোগে ১৪ জন শিক্ষার্থীকে একদিনের জন্য সাসপেন্ড ও দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রতিটি কেন্দ্রেই নজরদারি বাড়ানো হবে। দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য হচ্ছে, নিরপেক্ষ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা।”

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম আইনি সচেতনতায় মসজিদে মসজিদে বক্তব্য দিচ্ছেন কচাকাটা থানার ওসি শিরোনাম অটোরিকশা নালায় পড়ে শিশু নিখোঁজ, মা উদ্ধার শিরোনাম সমন্বয়ক পরিচয়ে ২ লাখ টাকা দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪  শিরোনাম রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে অংশ নেয়া ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত শিরোনাম শরীয়তপুরে সিকদার ভার্সিটিতে বৈশাখী উৎসব‌ ১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। শিরোনাম কুড়িগ্রামে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার