ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫
আমতলী(বরগুনা) প্রতিনিধি  :
প্রকাশিত : ০৯:৩৬ এএম, ১৮ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

আমতলীতে বিদ্যালয়ে নিচ তলায় পানের বাজার।

প্রকাশিত : ০৯:৩৬ এএম, ১৮ এপ্রিল ২০২৫

আমতলীতে বিদ্যালয়ে নিচ তলায় পানের বাজার।

আমতলী(বরগুনা) প্রতিনিধি  :

 

বরগুনার আমতলী উপজেলার খেকুয়ারী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নীচতলায় শুক্রবার খেকুয়ানী বাজার ইজারাদার শাহ আলম শিকদার পানের বাজার বসিয়েছেন। ব্যবসায়ীদের রেখে যাওয়া ময়লা আবর্জনা পচে দুর্গন্ধ ছড়ায়। ফলে শিক্ষার্থীদের শরীরে  নানাবিদ  রোগের সৃষ্টি হয় এবং বিদ্যালয়ের পরিবেশ চরম আকারে বিঘ্নিত হচ্ছে। দ্রুত পানের বাজার অপসারণের দাবী জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকাবাসী।  
জানাগেছে, আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে ২০১০ সালে তিনতলা সাইক্লোণ সেল্টার নির্মাণ করা হয়। ওই বিদ্যালয়ে ৭ শতাধিক শিক্ষার্থী রয়েছে। ওই বিদ্যালয় ভবনের নীচতলায় খেকুয়ানী বাজার ইজারাদার শাহ আলম শিকদার শুক্রবার পানের বাজার বসিয়েছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ নিষেধ করলেও তিনি তা মানছেন না। এতে বিদ্যালয়ের পরিবেশ চরমভাবে নষ্ট হচ্ছে। 
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, বিদ্যালয় ভবনের নীচতলায় শতাধিক ব্যাবসায়ী পান বিক্রি করছেন। এতে বিদ্যালয় ময়লা আবর্জনা ও ধুলাবালিতে একাকার হয়ে আছে। বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী জাহিদুল ইসলাম, জুবায়ের হোসেন,  আব্দুল্লাহ, সুমাইয়া বলেন, বিদ্যালয় ভবনের নীচ তলায় ইজারাদার শাহ আলম সিকদার প্রতি শুক্রবার বাজার বসায়। ব্যবসায়ীরা ময়না আবর্জনা বিদ্যালয়ে ফেলে রেখে যায়। ওই ময়লা পচে দুর্গন্ধ ছড়ায়। এতে শিক্ষার্থীদের চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হয়। ফলে আমাদের শরীরে নানা ধরনের রোগের জন্ম নেয়। এমন ঘটনার সঙ্গে জড়িত ইজারাদার ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নেয়ার দাবী জানান তারা। পান ব্যবসায়ী সোবাহান মিয়া বলেন, আমরা ইচ্ছে করে বিদ্যালয়ের নীচতলায় পান বিক্রি করতে বসিনি। ইজারাদার আমাদেরকে পান বিক্রি করতে বসিয়েছেন। বিদ্যালয় ভবনের মধ্যে বাজার বসানো মোটেই ঠিক হয়নি।  
স্থানীয় এইচএম দেলোয়ার মুন্সি বলেন, ইজারাদারকে এমন কাজের প্রতিবাদ করেছি কিন্তু ইজারাদার তা মানছেন না। ইজারাদার প্রভাবখাটিয়ে বিদ্যালয় নীচতলায় পানের বাজার বসিয়েছেন। বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখতে ইজারাদারকে অবশ্যই পানের বাজার বসানো থেকে বিরত রাখতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন স্বপন বলেন, বাজার ইজাদার শাহ আলম সিকদার প্রভাবখাটিয়ে বিদ্যালয়ের নীচতলায় পানের বাজার বসিয়েছেন। তাকে বাজার বসাতে  নিষেধ করেছিলাম কিন্তু তিনি তা শুনেননি। তিনি আরো বলেন,পান ব্যবসায়ীদের রেখে যাওয়া  ময়লা আবর্জনা পচে দুর্গন্ধ ছড়ায়। ফলে শিক্ষার্থীদের শরীরে  নানাবিদ  রোগের সৃষ্টি হয়।  বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তারাই এর বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। খেকুয়ানী বাজার ইজারাদার শাহ আলম সিকদার বলেন, বাজারে সরকারী জায়গা না থাকায় এখানে বাজার বসানো হয়েছে। বিগত দিনে এ বিদ্যালয়ের নীচতলায় পানের বসতো তাই আমিও বসিয়েছি। 
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বিদ্যালয় ভবনের নীচ তলায় কোন মতেই বাজার বসানো যাবে না। যারা বাজার বসিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ির সামনে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা  শিরোনাম আওয়ামী লীগের মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম পররাষ্ট্রনীতিতে পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ : ভারতীয় বিশেষজ্ঞ শিরোনাম একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ শিরোনাম পাকিস্তান ক্ষমা চাইছে, চীন অস্ত্র দিচ্ছে কূটনৈতিক মঞ্চে খেলা দেখাচ্ছে ঢাকা শিরোনাম আইনি সচেতনতায় মসজিদে মসজিদে বক্তব্য দিচ্ছেন কচাকাটা থানার ওসি