সাতক্ষীরার মাহে রমজানকে ঘিরে জামায়াতের উদ্দ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন
সাতক্ষীরার তালায় ২৮ ফেব্রুয়ারী শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্দ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের উদ্দ্যোগে এবং ড. তৈয়েবুর রহমানের অর্থায়নে গোপালপুর খোলা জানালা ইকো পার্কে সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ইউপি সদস্য শেখ আঃ হাকিম, ইউপি সদস্য খসরু আলম, ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক খান আখতার হোসেন, ইউনিয়ন সেক্রেটারী রফিকুল ইসলাম। এবং ঢাকা মহানগরী উত্তর এর যুব জামায়াতের সভাপতি ড. তৈয়েবুর রহমান খান। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের ২৬০ জন সাধারণ মানুষকে আগত রমজানকে সামনে রেখে প্রত্যেককে চিনি, ছোলা, চিড়ে, খেজুর ও মুড়ি বিতরণ করা হয়।
অন্যদিকে জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখা যুব বিভাগের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় কালিগঞ্জ ফুলতলা মোড় উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে থেকে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো এবং রমজানের পবিত্রতা রক্ষা সম্বলিত ব্যানার, প্লাকার্ড নিয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফের নেতৃত্বে এক বিশাল র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।কালিগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার্স ইন চার্জে মোঃ হাফিজুল ইসলাম। সহকারী সেক্রেটারি আবু ইসলাম, অফিস সেক্রেটারি আফতাব উদ্দীন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ইউপি সদস্য জামাল ফারুক ও যুবনেতা সিরাজুল ইসলাম প্রমুখ। বক্তাগন মাহে রমজানকে স্বাগত জানিয়ে বলেন,রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। রমজান দ্রব্য মূল্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।সকল অশ্লীলতা থেকে মুক্ত থাকতে হবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com