ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৪৬ এএম, ০২ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

জিয়া পরিবারের প্রতি সহমর্মিতায় তারেক রহমানের কৃতজ্ঞতা

প্রকাশিত : ১২:৪৬ এএম, ০২ ডিসেম্বর ২০২৫

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার মায়ের সুস্থতার জন্য দেশ-বিদেশ থেকে যেভাবে সমর্থন, দোয়া, শুভকামনা ও সহযোগিতা আসছে—তার জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এই মনোভাব ব্যক্ত করেন।ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য অসংখ্য মানুষ যে আন্তরিক শুভকামনা জানাচ্ছেন, তা জিয়া পরিবার এবং বিএনপির পক্ষ থেকে গভীরভাবে উপলব্ধি করা হচ্ছে। তিনি বলেন,

জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”

তিনি উল্লেখ করেন, বিদেশি নেতৃবৃন্দ, কূটনীতিক, বন্ধুপ্রতিম রাষ্ট্রের প্রতিনিধি এবং বিভিন্ন দেশের গণমানুষের উদ্বেগ-উৎকণ্ঠা তাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে। একই সঙ্গে বাংলাদেশের মানুষের অফুরন্ত ভালোবাসা, দোয়া ও সমর্থন তাদের পরিবারকে সাহস জোগাচ্ছে।তারেক রহমান আরও বলেন,

“দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি।”তিনি এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও মানবিকতার যে প্রকাশ ঘটেছে, তার জন্য প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com