ঢাকা, ০২ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:৩৭ পিএম, ০১ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীকে দোয়ার আবেদন জামায়াতের

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ০১ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১ ডিসেম্বর) দলের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এক বিবৃতিতে এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্রগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। আওয়ামী লীগের ১৫ বছরের “ফ্যাসিবাদী শাসন”–এর বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান ও আন্দোলন জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, সাজানো-মিথ্যা মামলায় কারাবন্দি অবস্থায় খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, যা তাঁর জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছে বলেও তিনি উল্লেখ করেন।

জামায়াত নেতা আরও বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে” বেগম খালেদা জিয়ার মুক্তি অর্জিত হওয়ায় দেশবাসী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। ফ্যাসিবাদের পতনের পর দেশের গণতান্ত্রিক উত্তরণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের এ সময়টিতে জনগণ আশা করে—তিনি জাতিকে নেতৃত্বদানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এ টি এম আজহারুল ইসলাম বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর নিকট দোয়া প্রার্থনার পাশাপাশি তাঁর পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
একই সঙ্গে দেশবাসীর প্রতি তিনি অনুরোধ জানান—বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য মহান রবের দরবারে দোয়া করতে।

 

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com