ধুনটে শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় কলেজ শিক্ষক গ্রেপ্তার
বগুড়ার ধুনটে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় নুরুল ইসলাম (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে বগুড়া শহরের ছিলিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুরুল ইসলাম সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা মহিলা কলেজের প্রভাষক ও সোনাহাটা বটতলা এলাকার গফুর সরকারের ছেলে। এর আগে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বটতলা এলাকায় প্রভাষকের নিজ বাসায় এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণচেষ্টার শিকার ওই শিশুর বাবার বাড়ি নিমগাছি ইউনিয়নের হাসাপোটল গ্রামে। সে ছোট বেলা থেকেই নানা বাড়িতে থেকে স্থানীয় একটি কেজি স্কুল পড়াশোনা করে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শিশুটি স্কুল থেকে বাড়িতে আসে। পরে দুপুরে খাবার খেয়ে পাশের বাড়ির এক প্রতিবন্ধী শিশুর সাথে খেলতে যায়। এসময় প্রতিবন্ধী ওই শিশুর মামা প্রভাষক নুরুল ইসলাম বাড়িতে কেউ না থাকার সুযোগে ভুক্তভোগী শিশুটিকে টেলিভিশন দেখার কথা তার ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এসময় শিশুটি চিৎকার দিলে আশেপাশের মানুষ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এরপর ওই শিশু সবাইকে ঘটনাটি খুলে বলে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই নুরুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার পরেই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রভাষক নুরুল ইসলামকে গ্রেপ্তার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এঘটনায় থানায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেপ্তার করে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com