ঢাকা, ০১ জুলাই, ২০২৫
মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত : ০৩:৫৪ এএম, ২৪ জুন ২০২৫
Digital Solutions Ltd

ঘুষের টাকা ফেরত চেয়ে ইউএনও -র কাছে আবেদন

প্রকাশিত : ০৩:৫৪ এএম, ২৪ জুন ২০২৫

ছবি : সংগৃহীত।

মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুর ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ জাকিরুল ইসলামকে দেওয়া উৎকোচের টাকা ফেরৎ চেয়ে আবেদন করেছেন একজন ভূক্তভোগী। উপজেলার করশালিকা গ্রামের আব্দুল হাই সরকারের সন্তান মোঃ গোলাম হোসেন গত ২৯ এপ্রিল এই আবেদন করেন। এদিকে আবদনের প্রায় ২ মাস হতে চললেও উৎকোচের টাকা ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ ভূক্তভোগী। সেইসাথে এতদিনেও ঘটনার কোন সুরাহা না হওয়ায় এক কান দু’কান হয়ে নতুন করে আলোচনায় আসায় শাহজাদপুরে বিভিন্ন মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড়।

আবেদনে উল্লেখ করা হয়েছে, শাহজাদপুর উপজেলার করশালিকা এবং চরধুনাইল গ্রামের সর্বসাধারণের নিজ অর্থে রাস্তা নির্মানের জন্য করতোয়া নদী খননের বালির প্রয়োজনে শাহজাদপুর ভূমি অফিসের সার্ভেয়ার জাকিরুল ইসলামের কাছে গ্রামবাসীর পক্ষে শরণাপন্ন হন মোঃ গোলাম হোসেন। একপর্যায়ে সরেজমিন পরিদর্শন করে গ্রামবাসীর পক্ষে প্রতিবেদন দিতে ৫০ হাজার টাকা উৎকোচ দাবী করেন সার্ভেয়ার মোঃ জাকিরুল ইসলাম। বিকল্প কোন উপায় না থাকায় গ্রামবাসীর রাস্তার প্রয়োজনে প্রতিবেদন পক্ষে নেওয়ার জন্য মোঃ গোলাম হোসেন ৫০ হাজার টাকা উৎকোচ প্রদান করেন। কিন্তু উৎকোচ দিয়েও ভূমি অফিস থেকে গ্রামবাসীর পক্ষে প্রতিবেদন না দেওয়ায় উৎকোচের টাকা ফেরৎ চেয়ে গত ২৯ এপ্রিল শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের কাছে আবেদন করেছেন ভূক্তভোগী মোঃ গোলাম হোসেন।

বিষয়টি নিয়ে ভূক্তভোগী গোলাম হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হতাশা প্রকাশ করে এবং সবার কথা মাল্টিমিডিয়াকে  বলেন, তার এলাকায় নদী খননের বালি নিয়ে চলছে হরিলুট। প্রশাসনের কেউ কেউ হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। অথচ জনগনের নিজস্ব টাকায় নিজেদের চলাচলের রাস্তা তৈরি করার জন্য ৫০ হাজার টাকা ঘুষ দিয়েও কোন কাজ হয়নি। এখন ঘুষের টাকাও ফেরৎ দিচ্ছে না। সেই টাকা ফেরৎ পাওয়ার জন্য ইউএনওর কাছে আবেদন করলেও ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এ্যসিল্যান্ডকে। যে অফিসের বিরুদ্ধে অভিযোগ সেই অফিসকে তদন্ত করার দায়িত্ব দেওয়া ক্ষোভ প্রকাশ করেন এই ভূক্তভোগী।

এ বিষয়ে অভিযুক্ত সার্ভেয়ার মোঃ জাকিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কারোও নিকট থেকে কোন প্রকার উৎকোচ নেননি।
কথা হলে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান আবেদনের বিষয়টি নিশ্চিৎ করে বলেন, এ ঘটনা তদন্তের জন্য সহকারি কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমানকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের পর দোষী প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ইউক্রেন ন্যাটোতে যোগদানের পরদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: হাঙ্গেরির প্রধানমন্ত্রী শিরোনাম তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে প্রবেশ পথে ময়লার ভাগাড়।  পরিবেশ দুষিত।  শিরোনাম লালমোহন জুলাই আগস্ট শহীদ সাকিব এর পরিবারের উপরে হামলার অভিযোগ  শিরোনাম ভোক্তা অধিকার সংরক্ষণে বাকৃবিতে সচেতনতামূলক সেমিনার শিরোনাম মুরাদনগরে ধর্ষণ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ শিরোনাম বেরোবিতে নিয়োগ জালিয়াতি, আওয়ামী পন্থী  শিক্ষকের বিরুদ্ধে তদন্তে উচ্চপর্যায়ের কমিটি