আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে, আমি গ্রহণ করেছি: বুলবুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট পদ ঘিরে তৈরি হয়েছে নতুন শঙ্কা ও গুঞ্জন। বর্তমান প্রেসিডেন্ট ফারুক আহমেদকে সরিয়ে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্ব দেওয়া হতে পারে—এমন আলোচনা জোরালো হচ্ছে ক্রিকেট অঙ্গনে। যদিও প্রসিডেন্টই হতে হবে এমন কোনো ভাবনা নেই তার। যেকোনো দায়িত্ব নিতেই প্রস্তুত তিনি।
দীর্ঘদিন আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন বুলবুল। দেশে ফিরে তিনি জানান,
“আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। এখন আমার মনে হয়েছে সেসব অভিজ্ঞতা বিসিবিতে কাজে লাগাতে পারব। এজন্যই প্রস্তাবটি গ্রহণ করেছি।’
বিসিবিতে যোগ দিতে হলে আইসিসির চাকরি ছাড়তে হবে বুলবুলকে। সেটা নিয়েও নাকি আইসিসির সবুজ সংকেত পেয়েছেন তিনি।
তবে প্রেসিডেন্ট পদ থেকে ফারুক আহমেদ সরে না দাঁড়ালে কি হবে! কেননা, জাতীয় ক্রীড়া সংস্থার হয়ে বোর্ডে আসার সুযোগ আছে দুই পরিচালকের। বর্তমানদের মধ্যে ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম আছেন। তাদের মধ্যে একজনকে সরতেই হবে। ফারুক আহমেদ সরতে চান না বলার পর বুলবুল বলছেন, ‘এটা আসলে আমার মন্তব্য করার জায়গা না। আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড পরিচালক হওয়ার, আমি সেটা গ্রহণ করতে প্রস্তুতির কথা বলেছি। বাকি কাজ তো উনারা করবেন...।’
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com