ঢাকা, ০৮ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:৩৫ এএম, ০৭ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াতের প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০৭:৩৫ এএম, ০৭ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের সংসদীয় প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম জশিতা ইসলামের আদালতে আইনজীবী রিদওয়ান হোসেন রবিন এই মামলা দায়ের করেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলার বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে ডিবি পুলিশকে নির্দেশ দেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, শিশির মনির একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচারিত বক্তব্যে ‘রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ উল্লেখ করেন, যা মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসের প্রতি অবমাননাকর এবং সংবেদনশীল পরিস্থিতির সৃষ্টি করেছে বলে বাদী দাবি করেন।

এজাহারে আরও বলা হয়, বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৯১ শতাংশ মুসলিম, এবং ইসলাম ধর্মে আল্লাহকে নিরাকার বলে বিশ্বাস করা হয়। মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখেন এবং এটি পূজার সাথে তুলনা করার সুযোগ নেই। এমন মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে উদ্বেগ ও বিশৃঙ্খলার জন্ম দিতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বাদীর দাবি, আসামি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিষয়কে ব্যবহার করে ভিডিওতে এ ধরনের বক্তব্য দিয়েছেন, যা ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com