লিটনের বিশ্বাস, ‘বিশ্বের যে কোনো দলকেই হারিয়ে দিতে পারে বাংলাদেশ’
লাহোরে আজ সিরিজের প্রথম ম্যাচ। তার আগে লিটনকে মনে করিয়ে দেওয়া হলো সেই আমিরাত সিরিজের কথা। তবে সেসব পেছনে ফেলে নতুন শুরুর চ্যালেঞ্জ হিসেবেই পাকিস্তান সিরিজকে দেখলেন বাংলাদেশ অধিনায়ক।
তিনি বলেন, ‘শেষ সিরিজটিতে আমরা সন্তোষজনকভাবে খেলতে পারিনি। এটা নতুন সিরিজ, নতুন চ্যালেঞ্জ। আলোচনা–সমালোচনা হবেই। ভালো ক্রিকেট না খেললে এটা তো স্বাভাবিক বিষয়। আমাদের সবারই চেষ্টা থাকে যেন ভালো খেলতে পারি। আমরা জানি, কোথায় কী ভুল করেছি। চেষ্টা করব সেটার পুনরাবৃত্তি যেন এখানে না হয়।’
এসব থেকেই স্পষ্ট হয়ে যায় দলের অধারাবাহিক বৈশিষ্ট্যটা। বিষয়টা লিটনও মেনে নিচ্ছেন।
তিনি বলেন, ‘আমরা যদি ধারাবাহিক হতাম, তাহলে হয়তো বিশ্বের সেরা দলগুলোর ভেতরই থাকতাম। আমরা যেহেতু পেছনের দল, তার মানে আমাদের কিছু ঘাটতি আছে। ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি...কীভাবে ধারাবাহিক হওয়া যায়। প্রতিটা সিরিজে আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জগুলো কীভাবে নিচ্ছি, দল হিসেবে কীভাবে আমরা একসঙ্গে পারফর্ম করছি, এটা হলো আসল বিষয়।’
আমিরাতের কাছে এমন হার যে দলের মনোবলে চিড় ধরাতে পারেনি, তার জানান দিল তার পরের কথাটা। লিটন বললেন, ‘আমাদের বিশ্বাস আছে, পৃথিবীর যেকোনো দলকে হারিয়ে দিতে পারি। কিন্তু আমরা এখন ভালো ক্রিকেট খেলছি না। অতীতে কী ভালো ও খারাপ করেছি, তা জানি। এখন সামনে কীভাবে খেলব, তা নিয়ে ভাবছি।’
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com