বেরোবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রক্সি দেওয়ার অভিযোগে আটক ৯ম শ্রেণীর শিক্ষার্থী
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে একজন আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. আব্দুস সোবহান (১৮)। তিনি গাজীপুরের শ্রীপুর থানার মাওনা চৌরাস্তার কেওয়া নতুন বাজার এলাকার মো. ফারুকের ছেলে।
শুক্রবার (৯ মে) ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত বেরোবি সহ দেশজুড়ে গুচ্ছভুক্ত ১৯ টি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনে উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করা হয়। মেইন গেটের সামনে দুই পাশে স্থাপিত ক্রিয়াশীল ছাত্র সংগঠনের স্টলগুলো থেকেও বিভিন্ন সেবা প্রদান করা হয়।
এ সময় ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে একজন আটক হয়েছেন। আটক ব্যক্তির নাম মো. আব্দুস সোবহান। তিনি গাজীপুরের শ্রীপুর থানার মাওনা চৌরাস্তার কেওয়া নতুন বাজার এলাকার মো. ফারুকের ছেলে।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বেরোবি কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল দিনাজপুরের মো. শাহিনুর ইসলামের সন্তান মো. আজমাইন ফাইকের (রোল: ১৫৩৩৮৬)।
তবে শুক্রবার যথাসময়ে পরীক্ষা শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আজমাইনের পরিবর্তে নবম শ্রেণি পাস সোবহান নামের একজনকে পরীক্ষা দিতে দেখে তাঁকে আটক করে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ি ইনচার্জ আজিজুর রহমান স্বপন জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় দিনাজপুরের মো. আজমাইন ফাইকের বদলে গাজীপুরের নবম শ্রেণি পাস আব্দুস সোবহান নামের এক ব্যক্তি পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন। নবম শ্রেণি পাস হয়েও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিনি কিভাবে প্রক্সি দিতে এসেছেন তা নিয়ে আমরা অনুসন্ধান করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে থানায় মামলা করবে বলেও জানান তিনি।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো.ফেরদৌস রহমান বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com