ঢাকা, ১০ মে, ২০২৫
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি :
প্রকাশিত : ০৭:৫৩ এএম, ০৮ মে ২০২৫
Digital Solutions Ltd

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

প্রকাশিত : ০৭:৫৩ এএম, ০৮ মে ২০২৫

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই উদ্বোধনী অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. তাসলিমা খানম ও প্রভাষক সালমান শাহরিয়ার নিবিড়। অনুষ্ঠানের শুরুতে দুইজন মহাপরিচালককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “ইন্টার্নশিপ চলাকালে প্রত্যেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। তাই সবার উচিত বাকৃবির ভাবমূর্তি সমুন্নত রাখা। ইন্টার্নদের কঠোর পরিশ্রম ও শিষ্ট আচরণের মাধ্যমে সফলতা অর্জন করতে হবে। 

এছাড়াও ভবিষ্যতে ইন্টার্নশিপের সময়কাল ছয় মাসে উন্নীত করার আশ্বাস দেন উপাচার্য। 

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, দায়িত্বশীল শিক্ষকবৃন্দ, মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ ফিসারিজ রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী-কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

উল্লেখ্য, তিন মাসব্যাপী এ ইন্টার্নশিপ প্রোগ্রামে ১১টি গ্রুপে বিভক্ত হয়ে মোট ১০৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রোগ্রামটি মাৎস্যবিজ্ঞান অনুষদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং এতে সার্বিক সহায়তা দিচ্ছে মৎস্য অধিদপ্তর, ঢাকা এবং বাংলাদেশ ফিসারিজ রিসার্চ ইনস্টিটিউট, ময়মনসিংহ।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম কচাকাটায় নাশকতা বিরোধী অভিযানে গ্রেফতার- ২ শিরোনাম নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থার   বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত  শিরোনাম শাহবাগে ফ্যাসিবাদ তৈরি, সেখানেই চূড়ান্ত পতন: হাসনাত শিরোনাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম শিরোনাম আ.লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হলেই ‘শাহবাগ ব্লকেড’ প্রত্যাহার শিরোনাম ভারতের মিডিয়াকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী