ঢাকা, ১২ জুলাই, ২০২৫
মানিক মিয়া :
প্রকাশিত : ০৮:৩০ এএম, ২৭ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

মসজিদে শিশু ধর্ষণের দায়ে মুয়াজ্জিনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত : ০৮:৩০ এএম, ২৭ এপ্রিল ২০২৫

ছবি : সংগৃহীত

মানিক মিয়া :

চুয়াডাঙ্গায় জীবননগরে মসজিদে আরবি পড়তে যাওয়া শিশুকে ধর্ষণের অপরাধে মসজিদের মুয়াজ্জিন নাজমুল ইসলামকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নাজমুল ইসলাম (২৭) জীবননগর ‍উপজেলার হাসাদাহ গ্রামের সেলিম উদ্দীনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ৯ বছরের এক শিশু নিয়মিত ওই মসজিদে নাজমুলের কাছে আরবি শিখতে যেত। এরমধ্যে ২০২৩ সালের ১৫ মে ওই শিশুকে নাজমুল বলেন, ‘১৬ তারিখ ভোরে এসে মসজিদ ঝাড়ু দিবি। তাহলে তোকে সেভেন আপ খায়াবো।’ এরপর কথামতো ভোরে ওই শিশু মসজিদে যায়। তখন কৌশলে জানালা-দরজা আটকিয়ে ভয়ভীতি দেখিয়ে তা ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে ঘটনা তার মাকে জানায়।

এ ঘটনায় শিশুর মা ২০২৩ সালের ১৭ মে জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই বছরের ৩০ ‍জুন নাজমুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানা পুলিশের পরিদর্শক (এসআই) শাহ আলী মিয়া।

চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এম এম শাহজাহান মুকুল জানান, দণ্ডপ্রাপ্ত মুয়াজ্জিন নাজমুল মসজিদের মধ্যে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম হই হই রই রই, চাঁদাবাজ গেলি কই স্লোগানে উত্তাল সিরাজগঞ্জ শিরোনাম ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা শিরোনাম আলোচিত সোহাগ হ*ত্যার ঘটনায় গ্রেপ্তার ৫ শিরোনাম উত্তাল সাগরে ট্রলারডুবি: ৯ জেলে জীবিত উদ্ধার, নিখোঁজ ৩ শিরোনাম এক জুলাইয়ে আইজিপি, আরেক জুলাইয়ে রাজসাক্ষী শিরোনাম জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যতিক্রমী সাফল্য: মহেশখালী উপজেলায় তৃতীয় অবস্থান