শরীয়তপুরে জাটকা নিধনে জিরো টলারেন্স নীতিতে নৌ-পুলিশ।
শরীয়তপুরে জাটকা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে নৌ-পুলিশ। জিরো টলারেন্স নীতিতে নদীতে দিনরাত ২৪ ঘণ্টা টহল জোরদার করা হয়েছে। এর পাশাপাশি চালানো হচ্ছে প্রচারণা।
১ মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস সারাদেশের ন্যায় সরকারঘোষিত ইলিশ মাছের অভায়শ্রম এলাকায় জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়ে থাকে।
শরীয়তপুর জেলার নড়িয়া-ভেদরগঞ্জ উপজেলা অংশে ২০ কিলোমিটার এলাকা। এবার জাটকা নিধন বন্ধে অনান্য বছরের চেয়ে কঠোর অবস্থানে রয়েছে নৌ-পুলিশ।
জাটকা নিধন বন্ধে শরীয়তপুরের তিনটি নৌ-ফাঁড়ির মধ্যে নরসিংহপুর নৌ ফাঁড়ি ও সুরেশ্বর নৌ ফাঁড়ি অনান্য বারের চেয়ে বেশি কঠোর অবস্থানে রয়েছে।
সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির আইসি (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) আব্দুল জলিলের নেতৃত্বে ৯ টি মামলা ১৪ জনকে আটক এবং বেশ কিছু কারেন্ট জাল ও জাটকা জব্দ করা হয়।
আইন অমান্যকারী যেই হোক কোনো ছাড় দেয়া হচ্ছে না। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা নানাভাবে সরকারের নির্দেশ অমান্য করে জাটকা ধরার জন্য চেষ্টা করে সফল হতে চাচ্ছে ৷ নৌ-পুলিশ স্থানীয় প্রশাসন ও কোস্ট গার্ডের সহযোগিতা নিয়ে সদা তৎপর রয়েছে।
এ ব্যাপারে স্থানীয়রা বলেন, এবার অনান্য বারের চেয়ে নৌ-পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আমরা নদীর মানুষ। কঠোর ভূমিকার কারণে আগামী আমরা স্বল্পমূল্যে ইলিশ খেতে পারবো
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com