কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদ কামালের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন, যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে।
শিক্ষার্থীরা বলেন, কুয়েটের সাম্প্রতিক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে উপাচার্যের পদত্যাগ প্রয়োজন। তাদের দাবি, বর্তমান প্রশাসনের অধীনে নিরপেক্ষ তদন্ত অসম্ভব এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও ন্যায়ের স্বার্থেই এই পদক্ষেপ জরুরি।
এক শিক্ষার্থী বলেন, “আমরা কুয়েটের ভাই-বোনদের প্রতি সংহতি জানাতে এখানে এসেছি। তাদের ওপর অন্যায় হয়েছে। প্রশাসন দোষীদের আড়াল করছে।”
এর আগে ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থী ও যুবদলের মধ্যে সংঘর্ষে বহু শিক্ষার্থী আহত হন। পরবর্তীতে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যা আরও ক্ষোভ সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ছয় দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে অন্যতম ছিল ভিসির পদত্যাগ।
শাহবাগ অবরোধের ফলে আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। স্থানীয় পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেলেও এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, কুয়েট প্রশাসন ইতিমধ্যে আগামী ৪ মে থেকে ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে এবং ২ মে থেকে হলগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com