ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫
আল ইয়ামিন আবির :
প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ১১ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করল বিএসএফ

প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ১১ এপ্রিল ২০২৫

ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করল বিএসএফ

আল ইয়ামিন আবির :

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামে এক বাংলাদেশী যুবকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। হত্যার পর মরদেহটি ইছামতী নদীতে ফেলে দেয় তারা।

 

শুক্রবার (১০ এপ্রিল) ওই যুবকের মরদেহ ভেসে ওঠে। কিন্তু মরদেহটি ইছামতী নদীর ভারতীয় অংশে ভাসতে থাকায় স্বজনের কাছে হস্তান্তর সম্ভব হয়নি এখনও। 

নিহত ওয়াসিম বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে। গ্রামের ইউপি সদস্য ওবাইদুল ইসলাম জানান, গত চার দিন ধরে সন্ধান পাওয়া যাচ্ছিল না ওয়াসিমের। শুক্রবার দুপুরে হুদাপাড়া গ্রামের এক কৃষক মাঠে যাওয়ার পথে একটি মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের বিষয়টি নিশ্চিত করে। মানব পাচারের সময় ভারতের অভ্যন্তরে ওয়াসিমের সঙ্গে যাওয়া সলেমানপুর গ্রামের আব্দুস সোবহান, কাঞ্চনপুর গ্রামের রাজু, শাবুদ্দিন, মানিক ও বাঘাডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াহেদেদের সঙ্গে কথা হলে মরদেহটি ওয়াসিমের বলে জানায় তারা। 

ওয়াসিমের বড় ভাই মেহেদী হাসান দাবি করেন, ওয়াসিম ৩-৪ দিন ধরে নিখোঁজ ছিলেন। সম্প্রতি জানতে পেরেছি, মাঝেমধ্যে সে ভারতে মানুষ পারাপারে কাজ করতো। গত ৮ এপ্রিল ওয়াসিমসহ কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতে যান। ভারত থেকে ফেরার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ধাওয়া করলে অন্যান্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ধরা পড়ে যায় ওয়াসিম। তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে খালিশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, মরদেহটি ইছামতী নদীর ভারতীয় অংশে থাকায় উদ্ধার করা যায়নি। তবে বিএসএফকে জানানো হয়েছে। মরদেহটি বাংলাদেশী না ভারতীয়, তা এখনো আমরা জানতে পারিনি। এছাড়া কোনো পরিবার তাদের সদস্য নিখোঁজ থাকার বিষয়েও জানায়নি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ইছামতী নদীর ভারতীয় অংশে বাংলাদেশ সীমান্তের ওপারে একটি মরদেহের সন্ধান পাওয়া গেছে। যেহেতু সীমান্তের বিষয়, সেকারণে বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে। 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম আইনি সচেতনতায় মসজিদে মসজিদে বক্তব্য দিচ্ছেন কচাকাটা থানার ওসি শিরোনাম অটোরিকশা নালায় পড়ে শিশু নিখোঁজ, মা উদ্ধার শিরোনাম সমন্বয়ক পরিচয়ে ২ লাখ টাকা দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪  শিরোনাম রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে অংশ নেয়া ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত শিরোনাম শরীয়তপুরে সিকদার ভার্সিটিতে বৈশাখী উৎসব‌ ১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। শিরোনাম কুড়িগ্রামে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার