ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
বাকৃবি প্রতিনিধি: :
প্রকাশিত : ১১:৪৮ এএম, ১২ মার্চ ২০২৫
Digital Solutions Ltd

“অতীতের মতো ভবিষ্যতেও খাদ্য উৎপাদনে বড় ভূমিকা রাখবে বাকৃবি”- ছাত্র উপদেষ্টা

প্রকাশিত : ১১:৪৮ এএম, ১২ মার্চ ২০২৫

“অতীতের মতো ভবিষ্যতেও খাদ্য উৎপাদনে বড় ভূমিকা রাখবে বাকৃবি”- ছাত্র উপদেষ্টা

বাকৃবি প্রতিনিধি: :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, "শুধু আমি নই, বাংলাদেশের আপামর জনসাধারণও বিশ্বাস করে যে দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ব্যাপক ভূমিকা রেখেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যার ওপর গুরুদায়িত্ব রয়েছে বাংলাদেশের ১৭-১৮ কোটি মানুষের খাদ্যের যোগান নিশ্চিত করা। আমি মনে করি, এই দায়িত্ব অতীতেও সফলভাবে পালন করেছে বাকৃবি, এবং ভবিষ্যতেও করবে।"

বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি মিনি কনফারেন্স রুমে বাকৃবির টাঙ্গাইল জেলা সমিতির আয়োজনে ইফতার মাহফিল, নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি।

এসময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "তোমরা এখানে ভর্তি হতে পেরেছো, যা গর্বের বিষয়। বাকৃবির শিক্ষার্থীরা সবক্ষেত্রেই কৃতিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। নতুনদের প্রতি আমার আশা, তোমরা ভালো ফলাফল অর্জন করবে এবং গবেষণায়, সরকারি চাকরিতে বা অধ্যাপক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। যদি কখনো কোনো সহায়তার প্রয়োজন হয়, আমরা তা করার জন্য প্রস্তুত।"

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা সমিতির সাধারণ সম্পাদক খালিদ হাসানের সঞ্চালনায় ও সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়া টাঙ্গাইল জেলা সমিতির সদস্যগণ, বাকৃবির বিভিন্ন অনুষদ ও দপ্তরের টাঙ্গাইল জেলার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এ সময় টাঙ্গাইল জেলার ছয়জন শিক্ষকসহ বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানকে সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষকেরা হলেন- বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, শহীদ শামসুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল, তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলী, কৃষিকন্যা হলের প্রভোস্ট অধ্যাপক ড. আনিসুজ্জামান, শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. বদিউজ্জামান খান, টাঙ্গাইল জেলা সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মহির উদ্দিন।

জেলা সমিতির সাধারণ সম্পাদক খালিদ হাসান বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে টাঙ্গাইল জেলা সমিতি বরাবরই টাঙ্গাইলের ঐতিহ্য এবং সংস্কৃতিকে বহন করে। সেই ধারাবাহিকতায় এবারও নবীন শিক্ষার্থীদের বরণ এবং প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন শিক্ষকবৃন্দসহ ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান ভাইকে সম্মাননা প্রদান করা হয়েছে। ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য আমার ব্যক্তিগত এবং টাঙ্গাইল জেলা সমিতির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান বলেন, সিয়াম সাধনার মাস রমজান আসে মানুষের মন পরিশুদ্ধ করার জন্য। নবীনরা আসে কলকাকলিতে ক্যাম্পাস ভরিয়ে রাখতে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টাঙ্গাইল জেলা সমিতি কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল, নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সকল সাধারণ শিক্ষার্থী, নবীনরা ও শিক্ষক মণ্ডলীর উপস্থিতিতে সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হলো। আগামী দিনগুলোতে এটি বিশ্ববিদ্যালয়ে মাইলফলক হয়ে থাকবে। ভবিষ্যতে এই ধারাবাহিকতায় আরও বড় অনুষ্ঠানের মাধ্যমে সকলকে সঙ্গে নিয়ে পালন করার আশা ব্যক্ত করছি।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম সাতক্ষীরার দেবহাটায় চাঁদপুরের মারকাজ মসজিদের ইমামকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ শিরোনাম ৫০০ টাকায় বিয়ে বাড়ীতে ভাড়া দেওয়া হলো প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ। শিরোনাম আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে তরুণের মৃত্যু, গুরুতর আহত ৩ শিরোনাম ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শিরোনাম নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি শিরোনাম নরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম,একজনের গলা কেটে হত্যার চেষ্টা!!!