ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি :
প্রকাশিত : ১২:২৮ পিএম, ১৫ মার্চ ২০২৫
Digital Solutions Ltd

বেরোবিতে ফ্লাসের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা, নেতৃত্বে মুবিন এবং সানজানা

প্রকাশিত : ১২:২৮ পিএম, ১৫ মার্চ ২০২৫

বেরোবিতে ফ্লাসের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা, নেতৃত্বে মুবিন এবং সানজানা

মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এর ফিল্ম এন্ড আর্ট সোসাইটি(ফ্লাস) ২০২৫-২৬ সালের জন্য ২৬ সদস্য বিশিষ্ট  কার্যনির্বাহী কমিটি ১৪ মার্চ ( শুক্রবার)   ঘোষণা করেছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন  আল- মুবিন এবং সাধারণ সম্পাদক সানজানা ইবনাত।

নবগঠিত কমিটি এর অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি হিসেবে সোমেন দত্ত এবং তনিমা খন্দকার তিথি।  এছাড়া, সহকারী সাধারণ সম্পাদক  হিসেবে দায়িত্ব পেয়েছেন সপ্নীল রাহা এবং আফরিন জান্নাত। এই কমিটির কোষাধ্যক্ষ হিসেবে আছেন মোছা. মিম খাতুন এবং উপ কোষাধ্যক্ষ  মো. মিনহাজুর রহমান মেহেদী। 

নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. মারুফ হাসান।  এছাড়াও সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে থাকবেন অনুশ্রী রায় এবং তাসবিন সাকিব।  

এ সংগঠনের অফিস সচিব হিসেবে রয়েছেন মায়েদা রহমান শিমু এবং সরকারি অফিস সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মাহমুদুর হাসিব এবং জয় মহন্ত।  

এছাড়া কমিটির অন্যান্য সদস্য হলেন প্রোগ্রাম ইনচার্জ: নওশীন তাবাসসুম পুষ্পিতা, জনসংযোগ সম্পাদক: রুচিতা বানিক প্রিমা, চারুকলা সচিব: মুশতারী অর্জিতা,  সাহিত্য সম্পাদক: মামুনুর রশিদ নাঈম,  চিত্রনাট্য এবং সিনেমাটোগ্রাফি সম্পাদক : নীলাদ্র মহেমীন


নবনির্বাচিত  সভাপতি আল- মুবিন বলেন, "ফ্ল্যাসের সাথে যুক্ত হওয়ার চেয়ে বড় কথা এই প্লাটফর্মকে ধারণ করা।
অল্প অল্প করে অনেকটা সময়, বলতে গেলে বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে এখন অবধি সময় আমার ফ্ল্যাসের সাথে পা মিলিয়ে চলা।
আর যদি বলি সংগঠনের সভাপতি হিসেবে কেমন বোধ করছি তাহলে সেটা একটু মিশ্র, ১. এটা একটা গুরু দায়িত্ব, ২. বিদায়ের ঘন্টা বাজার শেষ নোটিশ ও বলা যায়। তাই এই দায়িত্ব যেমন আমার কাছে অনেক আনন্দের ঠিক তেমনি বেদনাদায়কও বটে।
সকল সৃজনশীল মানুষের সম্মেলনই এই ফ্ল্যাস। আশা করি ফ্ল্যাস আরো অনেকদূর সামনে এগিয়ে যাবে। এগিয়ে নিয়ে যাবে আমাদের শিল্প ও সংস্কৃতিকে। আমি খুবই আশাবাদী, প্রতিবারের ন্যায় এবারও আমাদের নতুন পর্ষদের সদস্যরা ফ্ল্যাসকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তৈরি করবে আরো নতুন দিগন্ত।"

অন্যদিকে,  সাধারণ সম্পাদক সানজানা ইবনাত বলেন, 
"ফিল্ম অ্যান্ড আর্ট সোসাইটি(ফ্লাস) এর সাধারণ সম্পাদক হিসেবে আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা গ্রহণ করে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই এই সংগঠনের সাথে আমার গভীর সম্পর্ক। ফ্লাস শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের আবেগ, সৃজনশীলতার এক অনন্য প্রকাশ।ফ্লাস সর্বদা মানুষের সৃজনশীলতাকে উৎসাহিত করার জন্য কাজ করে আসছে। এখানে যেমন গান-আড্ডা-গল্পের মাধ্যমে আমরা নিজেদের প্রকাশ করি, তেমনই রঙ-তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তুলি আমাদের স্বপ্ন। এই ক্লাবের প্রতিটি সদস্যের সহযোগিতায় আমি ফ্লাসকে আরও এগিয়ে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমি আশা রাখি, এই সংগঠনের সদস্যরা তাদের প্রতিভা আর পরিশ্রম দিয়ে ফ্লাসকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।"

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ না থাকায় দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সকল বিষয়াদি দেখে আসছে ফিল্ম অ্যান্ড আর্ট  সোসাইটি। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করছে শিক্ষার্থীরা।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম সাতক্ষীরার দেবহাটায় চাঁদপুরের মারকাজ মসজিদের ইমামকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ শিরোনাম ৫০০ টাকায় বিয়ে বাড়ীতে ভাড়া দেওয়া হলো প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ। শিরোনাম আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে তরুণের মৃত্যু, গুরুতর আহত ৩ শিরোনাম ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শিরোনাম নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি শিরোনাম নরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম,একজনের গলা কেটে হত্যার চেষ্টা!!!