ঢাকা, ১৩ মে, ২০২৫
ইব্রাহীম হোসেন,সাতক্ষীরা সংবাদদাতা :
প্রকাশিত : ১১:২৬ এএম, ১১ মার্চ ২০২৫
Digital Solutions Ltd

সমাজ পরিবর্তনে যোগ্য নেতৃত্ব তৈরির বিকল্প নেই : মুহাদ্দিস রবিউল বাশার

প্রকাশিত : ১১:২৬ এএম, ১১ মার্চ ২০২৫

মুহাদ্দিস রবিউল বাশার

ইব্রাহীম হোসেন,সাতক্ষীরা সংবাদদাতা :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, জামায়াত কর্মী মানেই সমাজকর্মী— এই স্লোগানকে সামনে রেখে আদর্শ সমাজ গঠনে আমাদের নিরলস প্রচেষ্টা চালাতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি সমৃদ্ধ দেশ ও জাতি গঠন করা সম্ভব। তাই মানবতার কল্যাণে, জনগণের পাশে থেকে সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। শুধু পাড়া—মহল্লায় নয়, প্রতিটি গলি, প্রত্যেক বিল্ডিং ও ফ্ল্াটে ইসলামের সুমহান আদর্শের আহ্বান পৌঁছে দিতে হবে। একইসঙ্গে নিজের যোগ্যতার সর্বোচ্চ ব্যবহার করে দুনিয়ার মানুষের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টির জন্য যাবতীয় কর্মতৎপরতা বজায় রাখতে হবে।


মঙ্গলবার (১১ মার্চ) বিকাল ৪টায় সাতক্ষীরা জামায়াতের উদ্যোগে সমাজকল্যান বিভাগের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদার সভাপতিত্বে এবং সমাজ কল্যান বিভাগের বিভাগীয় সেক্রেটারী মাহবুবুল আলমের সঞ্চালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলটির কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর ডা.মাহমুদুল হক, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ। 
জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জাতির বৃহৎ স্বার্থে আমাদের গণমুখী নেতৃত্ব তৈরির বিকল্প নেই। জামায়াত একটি গণমুখী কল্যাণকামী ও আদর্শিক রাজনৈতিক সংগঠন। এই আদর্শভিত্তিক আন্দোলনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষমতা গ্রহণ লক্ষ্য নয় বরং লক্ষ্য একটাই— আদর্শের বিজয়, দ্বীন ইসলামের বিজয়। একইসঙ্গে এই আন্দোলন গণমুখী আন্দোলন। এর জাগতিক লক্ষ্য দুনিয়ার সর্বস্তরের জনমানুষের কল্যাণ নিশ্চিত করে আখেরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। 
জেলা জামায়াতে সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । সেই লক্ষে বাস্তবায়নে আমাদের সাহাবায়ে কেরামের চরিত্র ও শহীদ নেতৃবৃন্দের কাছ থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার শিরোনাম জি এম কাদেরকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদের শিরোনাম রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা শিরোনাম রাজনৈতিক নেতার বাবার জানাজায় কলেজ বাস, দুর্ভোগে সাধারণ শিক্ষার্থীরা শিরোনাম ‘কাশ্মীরের ৯৩ শতাংশ মুসলিম ভারতের সঙ্গে থাকতে চায় না’ শিরোনাম বিচারের আগ পর্যন্ত আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা