ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
বাকৃবি প্রতিনিধি: :
প্রকাশিত : ০৬:৩৯ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
Digital Solutions Ltd

বাকৃবিতে প্লাস্টিক বোতলজাত পানির ব্যবহার বন্ধের নির্দেশ দিলেন উপাচার্য

প্রকাশিত : ০৬:৩৯ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

বাকৃবিতে প্লাস্টিক বোতলজাত পানির ব্যবহার বন্ধের নির্দেশ দিলেন উপাচার্য

বাকৃবি প্রতিনিধি: :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের সকল অফিসে প্লাস্টিক বোতলজাত পানির ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে কোনো অফিসে প্লাস্টিক বোতলের ব্যবহার পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগ আয়োজিত "ট্রান্সবাউন্ডারি মাইক্রোপ্লাস্টিক কন্টামিনেশন ইন ফিশ অ্যান্ড অ্যাকুয়াটিক ফুড চেইন অ্যালং ব্রহ্মপুত্র রিভার" শীর্ষক একটি সেমিনারে এমন নির্দেশনা দেন তিনি।

উপাচার্য আরো বলেন, এই সেমিনারের প্রতিপাদ্য থেকে স্পষ্ট যে, মাইক্রোপ্লাস্টিকের ব্যবহারজনিত কারণে খাদ্যশৃঙ্খল দূষণের দিক থেকে ভারত ও বাংলাদেশ অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এসময় মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে এবং প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. হারুনুর রশীদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের সহ-গবেষক ও সহযোগী অধ্যাপক ড. কাইজার আহমেদ সুমন। অনলাইনে বক্তব্য দেন ভারত থেকে রাজদীপ দত্ত (সহ-গবেষক) এবং ভুটান থেকে গীতা দাহল (সহ-গবেষক)।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের সমন্বয়ক অধ্যাপক ড. মো. শামছুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ, অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক, অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অধ্যাপক ড. শাহরোজ মাহেন হকসহ আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, গবেষক এবং শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, অত্যন্ত সময়োপযোগী এই সেমিনারে বাংলাদেশ, ভারত ও ভুটানের গবেষকরা সরাসরি এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম সাতক্ষীরার দেবহাটায় চাঁদপুরের মারকাজ মসজিদের ইমামকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ শিরোনাম ৫০০ টাকায় বিয়ে বাড়ীতে ভাড়া দেওয়া হলো প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ। শিরোনাম আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে তরুণের মৃত্যু, গুরুতর আহত ৩ শিরোনাম ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শিরোনাম নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি শিরোনাম নরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম,একজনের গলা কেটে হত্যার চেষ্টা!!!