ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
বাকৃবি প্রতিনিধি: :
প্রকাশিত : ০৭:০৩ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
Digital Solutions Ltd

মেধাসম্পদ সুরক্ষায় ইউজিসির উদ্যোগ

প্রকাশিত : ০৭:০৩ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

মেধাসম্পদ সুরক্ষায় ইউজিসির উদ্যোগ

বাকৃবি প্রতিনিধি: :

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মেধাসম্পদ সুরক্ষা ও গবেষণামান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণে ইনটেলেকচ্যুয়াল প্রোপার্টি রাইটস (আইপিআর) বিষয়ে একটি কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ওই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ইউজিসির এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং ভার্চুয়ালভাবে যুক্ত ছিলেন ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম। এছাড়া বাকৃবির আইকিউএসির পরিচালক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম. আসাদুজ্জামান সরকারসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৮ জন শিক্ষক ওই কর্মশালায় অংশ নেন।

উচ্চশিক্ষার কৌশলগত পরিকল্পনা ২০১৮-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মেধাস্বত্ব অধিকার নিশ্চিতকরণের প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে উদ্বুদ্ধকরণে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জানা যায়, দেশের ১৬৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৯টি বিশ্ববিদ্যালয় তাদের গবেষণা পেটেন্ট করার উদ্দেশ্যে ইউজিসিতে জমা দিয়েছে। কিন্তু ১১৯টি বিশ্ববিদ্যালয় কোনো পেটেন্টই জমা দেয়নি। মূলত এই পেটেন্ট জমা দেয়ার কাজটি আরো সহজ করার উদ্দেশ্যেই এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

এছাড়া ওই কর্মশালায় জানা যায়, ইউজিসি কর্তৃক প্রতি বছর ২৬ এপ্রিল ‘ওয়ার্ল্ড আইপি ডে’ আয়োজন করা হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্ভাবনী ধারণা ও মেধাসম্পদের অধিকার নিশ্চিত করার জন্য ইউজিসি একটি সেল গঠনের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে আইনজীবী পুল গঠন করে দ্রুততম সময়ে পেটেন্ট নিবন্ধনে সহযোগিতা করা হবে। শক্তিশালী মেধাস্বত্ব অধিকার ব্যবস্থা গড়ে তুলতে পেটেন্ট নিবন্ধন প্রক্রিয়া সহজ করা জরুরি।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম সাতক্ষীরার দেবহাটায় চাঁদপুরের মারকাজ মসজিদের ইমামকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ শিরোনাম ৫০০ টাকায় বিয়ে বাড়ীতে ভাড়া দেওয়া হলো প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ। শিরোনাম আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে তরুণের মৃত্যু, গুরুতর আহত ৩ শিরোনাম ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শিরোনাম নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি শিরোনাম নরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম,একজনের গলা কেটে হত্যার চেষ্টা!!!