গবেষণায় ইউজিসির অর্থায়নে কৃষিখাত এগিয়ে যাচ্ছে- বাকৃবির রেজিস্ট্রার
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পগুলোর মাধ্যমে দেশের কৃষিখাতের উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হচ্ছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।
তিনি বলেন, ইউজিসির অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পের ফলে কৃষি খাতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে, যা উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পরেশ কুমার শর্মা।
রেজিস্ট্রার আরও বলেন, বর্তমানে বাকৃবিতে ইউজিসির বরাদ্দকৃত প্রকল্পভিত্তিক গবেষণায় ১ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকার প্রকল্প চলমান রয়েছে। এসব গবেষণা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, কৃষিভিত্তিক শিল্পের প্রসার এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com