টুঙ্গি ময়দানে নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে শাহজাদপুরে তৌহিদ জনতার বিক্ষোভ মিছিল ও স্বরকলিপি প্রদান
টুঙ্গি ময়দানে নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুর ২২ শে ডিসেম্বর রবিবার সকালে শাহজাদপুর উলানা তৌহিদ জনতার ব্যানারে বিশাল মিছিল সমাবেশ ও স্বরককলিপি প্রদান করা হয়েছে।
জানা গেছে গত ১৮ ডিসেম্বর গভীর রাতে ঘুমন্ত সাথীদের উপর সাদ্পন্হী ও ওয়াসিফ গেংদের বর্বরিত হামলার প্রতিবাদে মিছিলটি থানারঘাট করোতোয়া ব্রিজ থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বগুড়া নগরবাড়ি মহাসড়ক হয়ে উপজেলা পরিষদ চত্বরে এক বিশাল সমাবেশ করে বক্তব্য রাখেন মুফতি ইনামুল হক, মুফতি আনারুল্লা, মুফতি মোস্তাফিজুর রহমান এবং দোয়া পরিচালনা করেন মাওলানা নোমান।
সমাবেশের বক্তব্য বলেন এ দেশে ৯০ ভাগ মুসলমানের। একনিষ্ঠ ও শান্তি প্রিয় তাবলীগ জামাতের কাজের মাঝে বিদ্রন্ডি ও বিভাজন সৃষ্টি করতে চলেছে ভারতীয় সাদ পন্থীরা। তাই তারা পরিকল্পিতভাবে টঙ্গী ইজতেমার ময়দানে তারা ৪ জন আলেমকে নির্মমভাবে হত্যা ও পাঁচ শতাধিক আহত করে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে।
তাই অবিলম্বে সন্ত্রাসীদের ফাঁসি ও তাদের সকল কার্যক্রম বন্ধ, সাদিয়ানি গ্রুপকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা এবং তাদের বিরুদ্ধে আইনুগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান সহ চারটি দাবি পেশ করেন। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বরকলিপি পেশ করেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com