নিজস্ব প্রতিনিধি
মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে না পারায় গ্রাহকদের মাঝে অসন্তোষ
জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের পরে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের হিরিক পরেছিল।
কয়েক হাজার কোটি টাকা উত্তোলন করার ফলে নগদ টাকা সংকটে ভুগছিল দেশের প্রায় ৬১ট ব্যাংক।
পর্যায়ক্রমে গ্রাহকদের ব্যাংকের প্রতি আস্থা ফেরায় এবং আমানতের বিপরীতে সুদের হার বৃদ্ধি করায় ব্যাংকে নগদ টাকা জমার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
তবুও এখন পর্যন্ত গ্রাহকদের চাহিদা অনুযায়ী নগদ টাকা সরবরাহ করতে পারছে না বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকদের প্রয়োজনে টাকা না পাওয়ায় অসন্তোষ বিরাজ করছে।
শাহজাদপুরে অবস্থিত কয়েকটি ব্যাংকে ঘুরে গ্রাহকদের সাথে কথা বলে কিছু ব্যাংকে চাহিদা অনুযায়ী টাকা উত্তোলন করতে না পারার কথা জানান তারা।
শাহজাদপুরেও বেশকয়েকটি ব্যাংকে এই ঘটনা ঘটছে। পৌরশহরে অবস্থিত সোশ্যাল ইসলামী ব্যাংকে গিয়ে দেখা যায় চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছে না গ্রাহকেরা। খোঁজ নিয়ে জানা যায় যদি কেউ ৪০-৫০ হাজার টাকার চেক দেয় তাহলে সর্বোচ্চ ৫ থেকে ১০ হাজার টাকা তাকে দেয়া হয় তার চাইতে বেশি টাকার চেক হলে কয়েকদিন অপেক্ষা করতে হয় বেশ কয়েকদিন।
এরপর ডাচ বাংলা ব্যাংকের শাখায় গিয়ে পরিস্থিতি স্বাভাবিক দেখা যায় । ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ কামাল হোসেন জানান, এই ব্যাংকের লেনদেন স্বাভাবিক রয়েছে, গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা প্রদান করা হচ্ছে। এছাড়াও এটিএম বুথ ও ফার্স্ট ট্র্যাকেও গ্রাহকেরা স্বাভাবিকভাবেই টাকা উত্তোলন করছেন।
পরে ন্যাশনাল ব্যাংকে গিয়ে বিপরীত চিত্র দেখা যায়, সেখানে পর্যাপ্ত নগদ টাকার যোগান না থাকায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা প্রদান করতে পারছে না কর্তৃপক্ষ। বেশিরভাগ গ্রাহককে ৫ হাজার টাকার বেশি দেয়া হচ্ছে না। এই ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ শাহিন শাহ আলম গ্রাহকদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন অল্প কিছুদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
এরপর ইসলামী ব্যাংকে গিয়ে দেখা যায় স্বাভাবিকভাবেই লেনদেন চলছে। এই ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ আব্দুল মতিন বলেন, বীগত ২ মাস পূর্বে আমরা নগদ টাকার সংকটে ছিলাম। তখন লেনদেনে কিছুটা সমস্যা হয়ছে তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। আমরা গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা প্রদান করছি
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com