ছবি : সংগৃহীত।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে মেডিক্যাল বোর্ড। সর্বশেষ রবিবার করা বিভিন্ন পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে। তাই আপাতত তাঁকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে এসে দেশেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।
মেডিক্যাল বোর্ডের এক চিকিৎসক জানান, আগের তুলনায় খালেদা জিয়া এখন বেশ স্বস্তিতে আছেন। দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর তাঁর আস্থা আছে এবং বোর্ডও সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। চিকিৎসকের ভাষায়,
“আগেও এর চেয়ে জটিল অবস্থায় তিনি সেরে উঠেছিলেন। আশা করছি এবারও দেশে চিকিৎসা দিয়েই সুস্থ করা যাবে।”
খালেদা জিয়াকে কত দিন সিসিইউতে রাখতে হবে তা সম্পূর্ণ নির্ভর করছে তাঁর অবস্থার ওপর। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চলছে। তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ঢাকায় এসে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন। পরিবারের অন্যান্য সদস্যরাও হাসপাতালে উপস্থিত আছেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী জানান, মেডিক্যাল বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নিলে যেকোনো সময় তাঁকে লন্ডনে নেওয়া হবে। কাতার সরকার এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছে।
বেবিচক সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের একটি এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বিমানটি একই দিন রাত ৯টার দিকে ঢাকা ছাড়বে। তবে মেডিক্যাল
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, হৃদযন্ত্র, ফুসফুস ও চোখের নানা জটিল রোগে ভুগছেন। ২৩ নভেম্বর রাতে পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাঁকে ভর্তি এবং পরে সিসিইউতে স্থানান্তর করা হয়।
অন্তর্বর্তী সরকার তাঁকে ‘ভিভিআইপি’ ঘোষণা করায় তাঁর নিরাপত্তা নিশ্চিত করছে এসএসএফ।
প্রসঙ্গত, চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের যুক্ত করে ১২ সদস্যের যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়, তারা গত বৃহস্পতিবার তাঁকে বিদেশে নেওয়ার সুপারিশ করেছিল। তবে পরদিন নতুন মূল্যায়নে দেখা যায়, হঠাৎ ফ্লাই করানো ঝুঁকিপূর্ণ হতে পারে—তাই বিদেশ যাত্রার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com