ঢাকা, ০৭ ডিসেম্বর, ২০২৫
মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত : ১২:৩৭ এএম, ০৬ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুলিয়ারচরে কুরআন খতম ও দোয়া মাহফিল

প্রকাশিত : ১২:৩৭ এএম, ০৬ ডিসেম্বর ২০২৫

ছবি: সংগৃহীত

মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ প্রতিনিধি :

গণতন্ত্রের জননী, বাংলাদেশের জাতীয় রাজনীতির ঐক্যের প্রতীক, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা/পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিভিন্ন মসজিদে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​উক্ত দোয়া মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসুল্লিদের কাছে দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি, বিএনপি মনোনীত প্রার্থী জনাব মোঃ শরীফুল আলম সাহেব।

তিনি তাঁর বক্তব্যে বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। দেশনেত্রী আজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তাই আজ দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ তাঁর সুস্থতা কামনা করছেন।"

​তিনি মুসুল্লিদের উদ্দেশ্যে বলেন, "আপনারা দেশনেত্রীর জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করুন, যাতে তিনি দ্রুত আরোগ্য লাভ করে জনগণের মাঝে ফিরে আসতে পারেন এবং জাতির এই ক্রান্তিলগ্নে নেতৃত্ব দিতে পারেন।"

উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিট এবং অঙ্গসংগঠনের উদ্যোগে কুলিয়ারচরের বিভিন্ন মসজিদে সারাদিনব্যাপী কুরআন খতমের আয়োজন করা হয়। বাদ আসর বা বাদ মাগরিব বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

দোয়া মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় কুলিয়ারচর উপজেলা/পৌর বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com