ঢাকা, ১২ জুলাই, ২০২৫
বাকৃবি প্রতিনিধি: :
প্রকাশিত : ১২:১৬ পিএম, ০৭ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

বাকৃবিতে চাকরির আবেদন করা যাবে এখন অনলাইনে, উদ্বোধন করলেন উপাচার্য

প্রকাশিত : ১২:১৬ পিএম, ০৭ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিনিধি

বাকৃবি প্রতিনিধি: :


ডিজিটালাইজেশনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল পদে চাকরির আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৭ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ের সভাকক্ষে এই অনলাইন ভিত্তিক আবেদন প্রক্রিয়ার (Integrated E-Form system) উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, "এই উদ্যোগের মাধ্যমে চাকরিপ্রার্থীদের সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে। আমি বিশ্বাস করি, এই ডিজিটাল সিস্টেম আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছতার পথে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।" তিনি এই প্রারম্ভিক উদ্যোগ গ্রহণ এবং অল্প সময়ের মধ্যে সিস্টেমটি প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে আইসিটি সেলের পরিচালক ও তার সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, অ্যাডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ এবং ডেপুটি রেজিস্ট্রার ড. মো. মঞ্জুর হোসেনসহ আইসিটি সেলের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

বক্তব্য শেষে উপাচার্য আনুষ্ঠানিকভাবে অনলাইন চাকরির আবেদন প্রক্রিয়ার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াব, প্রশ্ন সোহাগের সন্তানদের। শিরোনাম ছাত্রদলের ৯ নেতার পদত্যাগ শিরোনাম হই হই রই রই, চাঁদাবাজ গেলি কই স্লোগানে উত্তাল সিরাজগঞ্জ শিরোনাম ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা শিরোনাম আলোচিত সোহাগ হ*ত্যার ঘটনায় গ্রেপ্তার ৫ শিরোনাম উত্তাল সাগরে ট্রলারডুবি: ৯ জেলে জীবিত উদ্ধার, নিখোঁজ ৩