ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর কথা বিবেচনা করছেন বলে প্রতিবেদনে জানানো হয়। ছবি: সংগৃহীত
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের পটভূমিতে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের ফোর্ডো স্থাপনাটি এতটাই সুরক্ষিত যে, কেবলমাত্র ‘ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর’ নামের বাঙ্কার-বাস্টার বোমা দিয়েই এটি লক্ষ্যবস্তু করা সম্ভব। এই বিশেষ বোমা বহনে সক্ষম বি-২ বোমারু বিমান ব্যবহারের কথাও উল্লেখ রয়েছে।
গত পাঁচ দিন ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কীভাবে প্রতিক্রিয়া জানাবে, সেটিই এখন আন্তর্জাতিক রাজনীতির মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
একদিকে ট্রাম্প বলেছেন, “ইরান আলোচনার টেবিলে ফিরে আসতে চায়” এবং তিনি আলোচনার পথ খোলা রাখতে চান। অন্যদিকে, তিনি হুঁশিয়ারি দিয়েছেন—ইরানিদের অবিলম্বে তেহরান ছাড়তে হবে।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন হামলা হলে তা পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির শেষ সম্ভাবনাকেও ধ্বংস করে দেবে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইঙ্গিত দিয়েছেন, আলোচনায় আগ্রহ রয়েছে, তবে কূটনীতির প্রতি ট্রাম্পের আন্তরিকতা না থাকলে কোনো অগ্রগতি হবে না।
হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে প্রেসিডেন্ট ট্রাম্প জি-৭ সম্মেলন ত্যাগ করেছেন এবং বলেছেন—“আমি এখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই আমরা কিছু একটা করতে যাচ্ছি।”
তবে “কী করতে যাচ্ছেন”—সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি।
বিশ্লেষকদের মতে, এখনো পর্যন্ত মার্কিন প্রশাসন ইরানে সরাসরি হামলার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে প্রস্তুতি, বক্তব্য এবং সাম্প্রতিক পদক্ষেপগুলো বড় ধরনের কিছু ঘটার ইঙ্গিত দিচ্ছে।
যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে যদি এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়, তাহলে মধ্যপ্রাচ্যে নতুন করে এক বড় ধরনের যুদ্ধের সূচনা হতে পারে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com