জুলাই আন্দোলনের সমন্বয়কের উপর স্বেচ্ছাসেবক দল নেতার হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ‘জুলাই আন্দোলন’-এর এক সমন্বয়কসহ তিনজনের উপর হামলার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
রবিবার বিকেল ৫টায় বাহেরচর বাজার চৌরাস্তায় সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্র ও সাধারণ জনগণ।
এসময় বক্তারা বলেন, আমরা স্বাধীন দেশে আর কোন রক্তপাত চাই না। যাদের ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি তাদেরকে আজ নির্যাতনের শিকার হতে হয়। আমরা চাই সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হোক। সকল জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে সুন্দর ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ চাই।
শুক্রবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মৌডুবী বাজারের উত্তর পাশে একটি সেতুর ওপর এ হামলার ঘটনা ঘটে।
আহতদের একজন মো. সামীর (২৩), তিনি স্থানীয় আবু জাফর মাঝির ছেলে। সামীর নারায়ণগঞ্জ জেলার জুলাই আন্দোলনের সহ-সমন্বয়ক এবং সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
আহত অন্য দু’জন হলেন, স্থানীয় আনসার সরদারের ছেলে মোহন (২৭) এবং নাসির গাজীর ছেলে রাশেদ (৩৫)। আহতদের মৌডুবী বাজারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাদের পটুয়াখালী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে সামীর ও তার দুই সঙ্গীর ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় নেতৃত্ব দেন মৌডুবী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাকারিয়া (৩০)। তার সঙ্গে ছিলেন তার ভাই নেয়ামত উল্লাহ (১৯), মাহমুদ হাওলাদারের ছেলে আবির (২০), শওকত মোল্লার ছেলে সাকিব (১৯) সহ আরও ১০-১২ জন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com