ঢাকা, ০২ জুলাই, ২০২৫
মোঃ রাশেদুল ইসলাম কুড়িগ্রাম  উওর প্রতিনিধি: :
প্রকাশিত : ১০:৫৯ এএম, ১৫ জুন ২০২৫
Digital Solutions Ltd

ফুলকুমার নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত : ১০:৫৯ এএম, ১৫ জুন ২০২৫

ফুলকুমার নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মোঃ রাশেদুল ইসলাম কুড়িগ্রাম  উওর প্রতিনিধি: :

 

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


মারা যাওয়া শিশু আবীর আলী (৮) ও তাবাসসুম (৯) সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন বলে জানা গেছে। জীবিত উদ্ধার শিশু ইব্রাহীম ওই এলাকার আজিজুর রহমানের ছেলে। তাবাসসুম আব্দুর রহমানের মেয়ে। 

স্থানীয়রা জানান, আবীর আলী, তাবাসসুম ও মাহাবুর রহমান মিলে বাড়ির পাশের ফুলকুমার নদে ছোট জাল নিয়ে মাছ ধরতে গিয়ে খালে পড়ে যায়। আশেপাশের লোকজন দেখতে পেয়ে প্রথমে মাহাবুর রহমানকে (১০) জীবিত উদ্ধার করে। এর প্রায় আধা ঘণ্টা পরে তাবাসসুমকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরে অনেক খোঁজাখুঁজি শেষে প্রায় ঘণ্টাখানেক পরে আবীর আলীর মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার শিশু মাহাবুর রহমান ওই এলাকার আল আমিন মিয়ার ছেলে। 

রায়গঞ্জ হাতিয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন হোসেন জানান, সকালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপ মণ্ডল বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি। পরিবারের লোকজন জানায়, তিনটি বাচ্চা একসঙ্গে ফুলকুমার নদে মাছ ধরতে নেমে বেশি পানিতে পড়ে যায়। একজনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। বাকি দুজন পানিতে মারা গেছে। ঘটনাটি খুবই দুঃখের। বাবা মাদের সচেতন হতে হবে। ছোট বাচ্চারা যাতে একা একা নদীর পাড়ে না যায়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম বন্ধুদের সাক্ষী রেখে স্ট্যাম্পে স্বাক্ষর করে বিয়ে, কলেজছাত্রী অনশন শিরোনাম ইউক্রেন ন্যাটোতে যোগদানের পরদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: হাঙ্গেরির প্রধানমন্ত্রী শিরোনাম তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে প্রবেশ পথে ময়লার ভাগাড়।  পরিবেশ দুষিত।  শিরোনাম লালমোহন জুলাই আগস্ট শহীদ সাকিব এর পরিবারের উপরে হামলার অভিযোগ  শিরোনাম ভোক্তা অধিকার সংরক্ষণে বাকৃবিতে সচেতনতামূলক সেমিনার শিরোনাম মুরাদনগরে ধর্ষণ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ